পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२७ ) দেখব শুধু মুখখানি শুল্ব দুটি মধুর বাণী আড়াল থেকে হাসি দেখে চলে যাব দেশী স্তরে ॥ ১১৭ ৷ বিভাস। একতাল । সারা বরষ দেধিনে, মা, মা তুই আমার কেমন ধারা। নয়নতার হারিয়ে আমার অন্ধ হল নয়ন তারা । এলি কি পাষাণী ওরে দেখুব তোরে অধি ভোরে, কিছুতেই থামে না যে মা, পোড়া এ নয়নের ধারা।

  • . > >b |

বারোয় । বীপতাল । মা, আমি তোর কি করেছি ! শুধু তোরে জন্ম ভোরে মা বলেরে ডেকেছি।