পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেখা হলে সখি সেই প্রাণ বঁধুরে কি বলিব । - নাহি জানি, g সে কি না জানিবে সখি রয়েছে যা হৃদয়ে, । না বুঝে কি ফিরে যাবে সখি ॥ ১৩০ ৷ মিশ্র—অtড়াঠেকা । নীরব রজনী দেখ মগ্ন জোছনায়। ধীরে ধীরে অতি ধীরে-অতি ধীরে গাও গো ! ঘুম-ঘোরময় গান বিভাবরী গায়, রজনীর কণ্ঠ সাথে সুকণ্ঠ মিলাও গো ! ' নিশার কুহক বলে নীরবতা-সিন্ধুতলে মগ্ন হয়ে ঘুমাইছে বিশ্ব চরাচর ; প্রশাস্ত সাগরে হেন, তরঙ্গ না তুলে যেন অধীর-উচ্ছ সময় সঙ্গীতের স্বর! তটিনী কি শান্ত আছে! ঘুমাইয়া পড়িয়াছে বাতাসের মৃদ্ধ হস্ত পরশে এমনি,