পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( sev ) ভালত গো বাসিলাম-ভালবাসা পাইলাম, এখনতো ভালবাসি—তবুও কি নাই। ১৬৬। ললিত। খেমট। গুন, নলিনী থোলগে৷ অ'থি, ঘুম এখনো ভাঙ্গিল না কি ! দেখ, তোমারি ফুয়ার পরে সখি এসেছে তোমারি রবি । শুনি প্রভাতের গাথা মোর দেখ ভেঙ্গেছে ঘুমের ঘোর, দেখ জগৎ উঠেছে নয়ন মেলিয়া নুতন জীবন লভি। তবে তুমি কি সজনি, জাগিবে না কো 磡 আমি ধে তোমারি কবি । প্রতিদিন আসি, প্রতিদিন হাসি, প্রতিদিন গান গাহি,