পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( *१२ ) কেন উঠে মাঝে মাঝে আকুল নিশ্বাস ? অাদর করিতে মোরে চায় কতবার সহসা কি ভেবে যেন ফেরে সে আবার । । নত করি ছনয়নে, কি যেন বুঝায় মনে মন সে কিছুতে যেন পায় না আশ্বাস ! অামি যবে ব্যগ্র হেীয়ে ধরি তার পাণি— সে কেন চমকি উঠি লয় তাহা টানি । আমি কাছে গেলে হায়, সে কেন গো সোরে বাস ? মলিন হইয়া আসে অধর সহাস । ১৭০ ৷ 蕭 বেহাগড় । কাওয়ালি । ধীরে ধীরে গ্রাণে আমার এসহে । মধুর হাসিয়ে ভালবেস হে।