পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२> ) বুঝি তব হবেন আলয় । চিরদিন ঝরিবে নয়ন চিরদিন ফাটিবে হৃদয় ? কোন কালে তুলিব কি মাথ । জাগিবে কি অচেতন প্রাণ ? ভারতের প্রভাত গগণে উঠিবে কি তব জয় গান ? অশ্বিাস বচন কোন ঠাই কোন দিন শুনিতে না পাই, শুনিতে তোমার বাণী তাই— মোরা সবে রয়েছি চাহিয়৷ ৷ ” বল প্ৰভু মুছিবে এ অ’াখি চিরদিন ফাটিবেনা হিয়া । ২১৫ । হাম্বির । তাল ফেরত । আনন্দধবনি জাগাও গগনে ।