পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ९१४ ) ধনদেবীগণের প্রবেশ । মিশ্র বিটি। মরি ও কাহার বাছ, ওকে কোথা নিয়ে যায়। आइ बै করুণ চোখে ও কার পানে চায়! : ধাৰ কঠিন পাশে অঙ্গ কাপে ত্রাসে । অ’াখি জলে ভাসে এ কি দশা হায় *ি এ বনে কে আছে যাব কার কাছে কে ওরে বাচায় । ২৩১ ॥ \ छ्ि তীয় দৃশ্য | অরণ্যে কালী-প্রতিমা | বাল্মীকি স্তবে আসীন । বাগে শ্ৰী । রাঙা পদ পদ্মযুগে প্রণমি গা ভবদার। আজি এ ঘোর নিশীথে পূজিব তোমারে তারা।