পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २१० ) ( বনদেবীগণের প্রস্থান। বাল্মীকির প্রবেশ। সরস্বতীর আবির্ভাব) বাহার । বাল্মীকি। এই যে হেরি গো দেবী আমারি। সব কবিতাময় জগত চরাচর, সব শোভাময় নেহারি। ছন্দে উঠিছে চন্দ্রমা, ছনে কনক রবি উদিছে, ছনে জগ-মগুল চলিছে, জলন্ত কবিতা তারকা সবে ; এ কবিতার মাঝারে তুমি কেগো দেবি আলোকে আলো অ'tধারি! আজি মলয় আকুল, বনে বনে এ কি এ গীত গাছিছে,