পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७०8 ) . সপ্ত লোক ভুলে শোক তোমারে চাহিয়ে কোথায় আছি আমি দীন অতি দীন । ৩১৪ ॥ রাগ ভয়রে"—তাল বীপতাল। । দেখ চেয়ে দেখ তোরা জগতের উৎসব, শোনরে, অনন্তকাল উঠে জয় জয় রব । জগতের যত কবি, গ্ৰহতারা শশি রবি, অনন্ত আকাশে ফিরি গান গাহে নব নব । কি সৌন্দর্য্য অনুপম না জানি দেখেছে তারা, ন। জানি করেছে পান কি মহা অমৃতধারা। না জানি কাহার কাছে, ছুটে তারা চলিয়াছে, আনন্দে ব্যাকুল যেন হয়েছে নিখিল ভব। দেখরে আকাশে চেয়ে–কিরণে কিরণময়, দেখরে জগতে চেয়ে—সৌন্দর্য্য-প্রবাহ বয়।