পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( e२१ ) রাগ ভৈরব-তাল আড়া চৌতাল । শুভ্র আসনে বিরাজ অরুণ ছটামাঝে, নীলাশ্বরে, ধরণী পরে কিবা মহিমা তব বিকাশিল । দীপ্ত স্বৰ্য্য তব মুকুটোপরি, চরণে কোটি তারা মিলাইল, অtলোকে প্রেমে অনিমেদ সকল জগত ৰিভলসিল ৷ ৩২৭ ৷ রাগ ভৈরব—তাল বীপতাল। ল কলেরে কাছে ডাকি, অগনন্দ-অপলয়ে থাকি অমৃত করিছ বিতরণ, পাইয়া অনস্ত প্রাণ জগত গাহিছে গান গগনে করিয়া বিচরণ ।