পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সঙ্গে ধায় গ্রহ পরিজন, । চারিদিকে চলেছে কিরণ । । পাইয়া অমৃতধার নব নব গ্রহ তারা বিকশিয়া উঠে অনুক্ষণ, জাগে নব নব প্রাণ, চির জীবনের গান পুরিতেছে অনন্ত গগন । পূর্ণ লোক লোকান্তর, প্রাণে মগ্ন চরাচর, প্রাণের সাগরে সন্তরণ, জগতে যে দিকে চাই, বিনাশ বিরাম নাই, অহরহ চলে যাত্রীগণ । মোরা সবে কীটবৎ, সম্মুখে অনন্ত পথ কি করিয়া করিব ভ্রমণ ?