পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( .»ه ) রাগিণী বেহাগ—তাল যৎ । কেন জাগে না জাগে না আবশ পরাণ । নিশিদিন অচেতন ধূলি-শয়ান। জাগিছে তারা নিশীথ আকাশে জাগিছে শত অনিমেষ নয়ান । বিহগ গাহে বনে ফুটে ফুল রাশি, চক্রম হাসে সুধাময় হাসি। তব মাধুরী কেন জাগেনা প্ৰাণে কেন হেরি না তব প্রেম বয়ান! পাই জননীর অযাচিত স্নেহ ভাই ভগিনী মিলি মধুময় গেহ। কত ভাবে সদা তুমি আছ হে কাছে কেন করি তোমা হতে দূরে প্রয়াণ । ৩৫• । রাগিণী টোড়ি—তাল একতাল।। গাও বীণা, বীণা গাওরে । — ।