পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిసెరి ) জাগে তার হায়দও সৰ্ব্বভুবনে। ফিরে তার কালচক্র অসীম গগনে ; জলে তার রুদ্র-নেত্র প’প তিমিরে । ৪০৬ | সুহাকানাড়া—কাওয়ালি । নাথ হে, প্রেমপথে সব বাধা ভাঙ্গিয়া দাও। মাঝে কিছু রেখোন রেথোন, থেকোন থেকোন দূরে। নির্জনে সজনে অন্তরে বাহিরে, নিত্য তোমারে হেরিব। ৪০৭ ] সিন্ধু—ঠংরি। হৃদয় বেদনা বহিয়া প্রভু, এসেছি তব দ্বারে। তুমি অন্তৰ্য্যামী হৃদয়স্বামী সকলি জানিছ হে,