পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ۹۰۹) তোমার আলোকে বলি উজ্জল आनन भनौ উভয়ে উভয়ে হেরে পুলকিত কলেবর। ১৭। রাগিণী সাহানা—তাল বীপতাল। দুই হৃদয়ের নদী, একত্র মিলিল যদি বল দেব ! কার পানে আগ্রহে ছুটিয়া যায়। সম্মুখে রয়েছ তার, মি প্রেম পারাবার, তোমারি অনন্ত হৃদে দুটিতে মিলিতে চায়। , সেই এক আশা করি দুইজনে মিলিয়াছে, সেই এক লক্ষ্য ধরি দুইজনে চলিয়াছে, পথে বাধা শত শত, পাষাণ পৰ্ব্বত কত, দুই বলে এক হয়ে, ভাঙ্গিয়া ফেলিবে তার। অবশেষে জীবনের মহাযাত্রা ফুরাইলে, তোমারি স্নেহেরকোলে যেনগো আশ্রয় লি।