রম পল্লী-সমাজ প্রথম অঙ্ক e ag vযদুনাথ মুখুয্যে মশায়ের বাটার পিছনের দিক। খিড়কীর দ্বার খোল, সম্মুখে অপ্রশস্ত পথ। চারিদিকে আম-কঁাটালের বাগান। এবং অদূরে পুষ্করিণীর বাধানে ঘাটের কিয়দংশ দেখা যাইতেছে। সকাল বেলায় রমা ও তাহার মাসি স্নানের জন্ত বাহির হইয়া আসিল এবং ঠিক সময়েই বেণী ঘোষাল আর একদিক দিয়া প্রবেশ করিলেন। রমার বয়স বাইশ তেইশের বেশি নয়। অল্প বয়সে বিধবা হইয়াছিল বলিয়া হাতে কয়েক গাছি চুড়ি ছিল, এবং থানের পরিবর্তে সরু পাড়ের কাপড় পরিত। বেণীর বয়সও পয়ত্রিশ ছত্রিশের অধিক হইবে না । বেণী । তোমার কাছেই যাচ্ছিলেম রমা । মালি । তা’ খিড়কীর দোর দিয়ে কেন বাছ ? রম। তোমার এক কথা মাসি । বড়দা ঘরের লোক, ওঁর আবার সদর-খিড়কী কি ? কিছু দরকার আছে বুঝি? তা ভেতরে গিয়ে একটু বম্বন না, আমি চট করে ডুব টা দিয়ে আসি। বেণী । বসবার ধো নেই দিদি, ঢের কাজ। কিন্তু কি করবে স্থির করলে ?
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।