পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃপ্ত রম! సె: ক্ষতি ভাববার বিষয়ই নয়। আমরা দুজনে জব্দ হলেই ও খুলী। দেখচ না, এসে পৰ্য্যন্ত কি রকম টাকা ছড়াচ্চে ? ছোটলোকদের মধ্যে ছোটবাবু ‘ছোটবাবু একটা সাড়া পড়ে গেছে । যেন ওই একটা মানুষ আর আমরা ছ’ঘর কিছুই নয়। কিন্তু বেশিদিন এ চলবে না। এই যে তাকে পুলিশের নজরে তুমি খাড়া কোরে দিয়েছ বোন, এতেই তাকে শেষ হতে হবে। রম । আমি লিখিয়ে দিয়েছিলাম রমেশদ জানতে পেরেছেন ? বেণী । ঠিক জানি নে। কিন্তু জানতে পারবেই। ভজু্যার মাম্লার সব কথাই উঠবে কিনা ? রমা। ( ক্ষণকাল নিস্তব্ধ থাকিয়া ) আচ্ছা বড়দ, আজকাল ওঁর নামই বুঝি সকলের মুখে মুখে ? বেণী । হু । তা একরকম তাই বটে। কিন্তু আমিও অল্পে ছাড়ব না রমা। সে যে লেখাপড় শিখিয়ে সমস্ত প্রজ বিগড়ে তুলবে আর জমিদার হয়ে আমি মুখবুজে সইব তা যেন কেউ স্বপ্নে ও না ভাবে । এই ব্যাট ভৈরব আচয্যি ভজুয়ার হয়ে সাক্ষা দিয়ে কি কোরে মেয়ের বিয়ে দের, তা একবার দেখতে হবে । রমা। বল কি বড়দা ? বেণী । তা একবার নেড়ে-চেড়ে দেখতে হবে না ? আমার বিপক্ষে আদালতে দাড়িয়ে কি কোরে ছেলে-পুলে নিয়ে গায়ে বাস করে তার খবর নিতে হবে না ?—আর আচাৰ্য্যি তো চুনো-পুট। রুই-কাতলাও আছে। দেখি গোবিন্দ খুড়ে কি বলে । দেশে ডাকা৩ি ত লেগেই আছে, এবার চাকরকে যদি জেলে পুরতে পারি ত মনিবকে পুরতেও বেশি বেগ, পেতে হবে না । রমা । ( অতি বিস্ময়ে তাহার মুখের প্রতি চাহিয়া ) বল কি বড়দা, রমেশদীকে দেবে তুমি জেলে ?