পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃপ্ত , রমা Sళి তার জাত-জন্ম আছে দিদি, কিছুই নেই । শাস্তি তার গেছে কোথা ? সমস্তই তোলা আছে, তা একদিন সবাই দেখবে। রমা নীরব বেণী । এখন যাই, সময় মত আর একবার দেখা করব । বাইরে বোধ করি এতক্ষণে গোবিন্দ খুড়ে এসে বসে আছে। রম । আমিও এখন যাই বড়দা । উভয়ের প্রস্থান ব্রমেশের প্রবেশ রমেশ । রাধী, রাধী ! দাসীর প্রবেশ রাধা । কেন ছোট শবু ? রমেশ। জ্যাঠাইম কি পূজোর ঘর থেকে বেরিয়েছেন ? তখন একটা কথা তাকে বলতে ভুলেছিলাম । রাধা । এখনো বেরোন নি। ডেকে দেব ? রমেশ । না না, থাকৃ। বিকেলে আসবো তাকে বলে । রাধা । আচ্ছা । দাসীর প্রস্থান দ্রুতপদে গোপাল সরকারের প্রবেশ রমেশ। আপনি এখানে যে ? গোপাল। অপেক্ষা করবার সময় নেই, ছোটবাবু, আপনাকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্চি। শুনেচেন ভৈরব আচয্যির কাও ? শুনেচেন, কি সৰ্ব্বনাশ আমাদের সে করেছে ?