পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&श्म चि রম! > o a ঢুকেছিল,—হাতে এতে বড় ভোজালি স্পষ্ট প্রমাণ করে দিলাম। কই, কোন শালা আটকাতে পারলে না ? মারে মনে করি যদি তো রাতকে দিন, দিনকে রাত করে দিতে পারি যে ! আচ্ছ—আরো খানিকটা দেখি, তার পরে—শাস্তরে বলেছে যথা ধৰ্ম্ম তথা জয় । শুদ্ধ র হয়ে বামুনবাড়ীর ধৰ্ম্ম-কৰ্ম্মের ওপর আড়ি ? আচ্ছা— ॐश्न ধীরে ধীরে বিশ্বেশ্বরীর প্রবেশ বিশ্বেশ্বরী। রমা ? রম । কেন মা ? বিশ্বেশ্বরী। চুপটি কোরে বসে আছিস মা, কে বলবে মানুষ। ঠিক যেন কে মাটির মূৰ্ত্তি গড়ে রেখেচে । ( ধীরে ধীরে তাহার পাশে বসিয়া ) সে হাসি নেই, সে উল্লাস নেই,–যেন কোথায় কোন বহুদূরে চলে গেছিস্ । রমা । ( ঈষৎ হাসিয়া ) বাড়ীর ভেতর এতক্ষণ কি করছিলে জ্যাঠাইমা ? বিশ্বেশ্বরী। তোমার বঞ্জি-বাড়ীতে তো কাজ কম নেই মা । অল্পব্যঞ্জনের যেন পাহাড় জমিয়ে তুলেছ । রমা। এবারে কিন্তু সমস্ত নিফল । বোধ করি একজন চাষাও আমার বাড়ীতে মায়ের প্রসাদ পেতে আসবে না। কিন্তু অন্যান্ত বারের কথা জানে ত জ্যাঠাইমা, এই সপ্তমীর দিনে প্রজাদের ভিড় ঠেলে বাড়ীতে চুকতে পারা যেত না । বিশ্বেশ্বরী। এখনো বলা যায় না রমা। হয়ত সন্ধ্যের পরে সবাই আসবে।