る。● রমী চতুর্থ অঙ্ক গোবিন্দ। পথে দড়িয়ে লোক ভাঙান হচ্চে,-কেউ না খেতে যায়। না রে হারামজাদা ? জগন্নাথ । গাল দিযে না বলুচি গাঙলী মশাই। বেণী । গাল দেবে না হারামজাদ।--শালা । কাল চাল কেটে ভিটের সরষে বুনে দেব জানিস্ ? জগন্নাথ। অনেকের দিয়েছ জানি, কিন্তু অfর না দিতে পার আমি তার ব্যবস্থা কোরে যাব । বেণী । কি ব্যবস্থা করবি বে চfরামজাদা ? শুনি ? এই বলিয় সে অগ্ৰলর হঙ্গয় গেল । জগন্নাথ । এই যে ব্যবস্থা ! এই বলিয়া সে বে:1র মাথায় সজোরে লাঠির আঘাত করিল। বেণী । ( বসিয়া পড়িল ) বাবা রে! গেছি রে বাব ! BBB B BBBB BBBB BB KBBE BBBB BBB S বেণী । তোর পাযে পড়ি বাবা জগন্নাথ, ব্ৰহ্মহত্যা করিনে। দেশগ্ৰহ বাবা, তোকে দশবিধে জমি দেব ! জগন্নাথ । জমি তোমার চাইনে, —সে তোমারি থাক। ব্ৰহ্মহত্যাও কোরব না । বেণী । আজ থেকে তোর সঙ্গে বাপ -ব্যাটা সম্পর্ক জগন্নাথ-য! চাইবি তুই— জগন্নাথ। কিছুই নষ্টব না । কিন্তু বাপ-ব্যাট সম্পর্ক তোমার সঙ্গে ? ছি! আর সাবধান কবে দিচ্চি বড়বাপু, এই মারই তোমার শেষ মার নয় ।
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।