পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ब्रष; czथंभ अक খেলা করেচি, ওঁদের বাড়ীতেই ত থাকৃতাম। খুড়িমা আমাকে মেয়ের মত ভালবাসতেন । মাসি। তার ভালবাসার মুখে আগুন। ভালবাসা ছিল কেবল কাজ হাসিল করবার জন্তে । তাহাঙ্গের ফন্দিই ছিল কোন মতে তোকে হাত করা । কম ধড়িবাজ ছিল রমেশের মা ! বেশী। তাতে আর সন্দেছ কি । ছোট খুড়িও যে— রমা। দেখো মালি,তোমাদের আর যা ইচ্ছে বল,কিন্তু খুড়িমা আমার স্বর্গে গেছেন, তার নিন্দে আমি কারও মুখ থেকেই সইতে পারবে না। মাসি। বলিস্ কি লো ? একেবারে এতো ? বেণী । তা’ বটে, তা বটে। ছোট খুড়ি ভাল-মামুষের মেয়ে ছিলেন। র্তার কথা উঠলে মা আজও চোথের জল ফেলেন। তা সে যাক, কিন্তু এই ত স্থির রইল দিদি, নড় চড় হবে না ত! রমা । ( হাসিয়া ) না । বড়দা, বাবা বলতেন আগুনের শেষ, ঋণের শেষ, আর শত্রুর শেষ কখনো রাখিস নে রমা। তারিণী ঘোষাল জ্যান্তে আমাদের কম জ্বালা দেয় নি,—বাবাকে পর্য্যস্ত জেলে দিতে গিয়েছিল। আমি কিছুই জুলি নি, বড়দ, যতদিন বেঁচে থাকবো ভুলবো না। রমেশ সেই শত্রুরই ছেলে। আমরা ত নয়ই—আমাদের সংস্রবে যারা আছে তাদের পর্য্যস্ত যেতে দেব না। বেণী। এই ত চাই। এই ত তোমার যোগ্য কথা। BBS S BBS BBS BBB BB DD B B BBB BBB B BB বাড়ী যায় তা হ’লে— বেণী। আরে, সেই চেষ্টাই ত কচি বোন্‌। তুই শুধু আমার সহায় থাকিস আর আমি কোন চিন্তা করিনে। রমেশকে এই কুঁয়াপুর থেকে না তাড়াতে পারি ত আমার নামই বেণী ঘোষাল নয়। তার পরে রইলাম