পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वक्षष धि। ब्रमां & আমি আর ঐ আচায্যি ব্যাটা। ছোট খুড়ো আর বেঁচে নেই, দেখি তাকে কে রক্ষা করে । রমী । ( হাসিয়া ) রক্ষে করবেন বোধকরি রমেশ ঘোষাল । কিন্তু আমি বলে রাখলেম বড়ম্বা,আমাদের শক্রতা করতে ইনিও কম করবেন না । বেণী । ( এদিক ওদিক চাহিয়া এবং কণ্ঠস্বর আরও মৃদ্ধ করিয়া) রম, আসল কথা হচ্চে বিযয় সম্পত্তির ব্যাপার সে আজও কিছুই বোঝে না। বঁাশ চুইয়ে ফেলতে চাও ত এই সময়। পেকে উঠলে আর হবে না তা তোমাকে নিশ্চয় বলে দিচ্চি। দিন রাত মনে রাখতে হবে এ তারিণী ঘোষালের ছেলে আর কেউ নয়। চেপে বসলে আরঅন্তরাল হইতে গভীর কণ্ঠের ডাক আসিল—“রাধ কইরে" রম চকিত হইয়া উঠিল। এবং পরক্ষণেই দ্বারের ভিতর দিয়া রমেশ প্রবেশ করিল। তাহার রুক্ষ মাখ, খালি পা, উত্তরীয়ট মাথায় জড়ান। বেণীর প্রতি দৃষ্টি পড়িতেই— রমেশ । এই যে বড়দা এখানে ? বেশ, চলুন। আপনি নইলে করবে কে? আমি সারা গা আপনাকে খুঁজে বেড়াচ্চি। রাণী কৈ ? বান্ধীর মধ্যে দেখি কেউ নেই। ঝি বললে এই দিকে গেছে— রম নতমুখে দাড়াইয় ছিল সহসা তাহাকে দেখিতে পাইয়৷ রমেশ । আরে এই যে ! ইস্! কত বড় হয়েছে ? ভালো আছে। ত? আমাকে চিনতে পারচো না বুঝি ? আমি তোমাদের রমেশদা। রমা। (মুখ তুলিয়া চাছিল না, কিন্তু অত্যন্ত মৃত্নকণ্ঠে জিজ্ঞাসা করিল) আপনি ভাল আছেন ? রমেশ। ই ভাই ভাল আছি। কিন্তু আমাকে আপনি কেন রাশি? ( যেণীয় দিকে চাহিয়া ) কুমার একটা কথা আমি কোন দিন