8 в ब्रभाँ প্রথম অঙ্ক বাতুষ্যে। হলই বা অনেক দিনের। এমন কোরে সবাই মিলে লাগলে তো আর গায়ে বাস করা যায় না। এই বলিয় তিনি এক রকম রাগ করিয়াই নিজের জিনিস পত্র লইয়া চলিয় গেলেন। এবং পরক্ষণে বনমালী পাড় ই ধীরে ধীরে প্রবেশ করিয়া রমেশের পায়ের কাছে ভূমিষ্ঠ প্ৰণাম করিয়া উঠিয় দাড়াইলেন। রমেশ । আপনি কে ? বনমালী। আপনাদের ভূত্য বনমালী পাডুই। গ্রামের মাইনার ইস্কুলের প্রধান শিক্ষক। রমেশ । ( সসন্ত্রমে উঠিয়া দাড়াইয়। ) আপনি ইস্কুলের হেড মাষ্টার ? বনমালী। আপনার ভৃত্য। দুদিন আপনাকে প্রণাম জানাতে গিয়েও দেখা হয় নি । 哆 রমেশ । আপনার ইস্কুলের ছাত্রসংখ্যা কত ? বনমালী। বিয়াল্লিশজন। গড়ে দুজন পাস হয়। একবার নারাণ বাড়ুয্যের সেজছেলে জলপানি পেয়েছিল। রমেশ। বটে ? বনমালী। আজ্ঞে ছা । কিন্তু এ বছর চাল ছাওয়া না হলে বর্ষার জল আর বাইরে পড়বে না। রমেশ । সমস্তই আপনাদের মাথায় পড়বে ? বনমালী। আঞ্জে, হঁ। কিন্তু সে এখনো দেরি আছে । কিন্তু সম্প্রতি আমরা কেউ তিন মাসের মাইনে পাইনি। মাষ্টাররা বলচেন ঘরের খেয়ে বনের মশা আর বেশি দিন তাড়ানো যাবে না । রমেশ । আপনার মাইনে কত ?
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।