鲁9 gुम छाड्न ফেলেচি। এ গায়ের কারও জন্তে কিছু করতে নেই। এরা এত নিচ, যে এদের দান করলে এর বোকা মনে করে । ভাল করলে গরজ ঠাওরায় । এদের ক্ষমা করাও অপরাধ ! ভাবে ভয়ে ছেড়ে দিলে । শুনিয়া বিশ্বেৰী হাসিতে লাগিলেন রমেশ । হস্চি যে জ্যাঠাইমা ? বিশ্বেশ্বরী। না চেসে কি করি বল ত বাছা ? হা রে, রাগ করে তুই এই লোকগুলোকেই ছেডে যেতে চাস ? আহা, এরা যে কত দুঃখী, কত দুৰ্ব্বল, কত অবোধ তা যদি জাতিস রমেশ, এদের ওপর অভিমান করতে তোর আপনিই লজ্জা হোতো। (রমার প্রতি) তুমি যে সেই থেকে ঘাড় হেঁট করে বসে আছ মা,—ই রমেশ, তোরা দুই ভাই-বোনে কি কথা কোসনে ? রমা। ( তেমনি অধোমুখে ) আমি তো বিরোধ রাখতে চাইনে জ্যাঠাইমা। রমেশদা— রমেশ । ( চমূকিয়া) এ কে, রমা নাকি ? একলা এসেছেন, ন সঙ্গে মাসিটিকেও এনেছেন ? বিশ্বেশ্বরী । এ তোর কি কথা রমেশ ? তোলের ভাল কোরে চেনাশোনা নেই বলেই— রমেশ। রক্ষে কর জ্যাঠাইমা, এর বেশি চেনা-শোনার আশীৰ্ব্বাদ আর করে না । বাড়ী গিযে মাসিটিকে যদি পাঠিয়ে দেন ত তোমাকে আমাকে দুজনকেই চিবিয়ে খেয়ে তিনি ঘরে ফিরবেন। বাপরে পালাই— বিশ্বেশ্বরী। যাস নে রমেশ, শুনে যা । রমেশ । ( থমকিয়া দাড়াইয়া ) না জ্যাঠাইমা, আমি সমস্ত শুনেচি।
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।