পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«WB রম उिँोग्न अक রমা। মাঝে মাঝে একটু ভাবা ভাল কুমুদা। তুই ধা আমি যাচ্চি। স্বাসীর প্রস্থান রমেশ । কেবল আমার জন্তেই তোমাদের যাওয়া হল না । রম । আপনার জন্তে নয়, আপনার অমুখের জন্তে । মুখ দেখে বেশ বোঝা যাচ্চে, হয়ত জ্বর হবে। এ অবস্থায় ফেলেই বা যাই কি ক’রে ? * রমেশ । আমি তো তোমার কেউ নই রম, বরঞ্চ পথের কাটা । তৰু এক গ্রামের লোক বলে যে যত্ন আজ তোমার কাছে পেলাম তা' মুখে বলবার নয়। রম। তা হ’লে না-ই বা বললেন । আর দু’দিন বাদে ভুলে গেলেও অভিযোগ করব না । এই বলিয়া সে চলিয়া যাইতে উদ্যত হইল রমেশ । তোমাকে আশীৰ্ব্বাদ করি রম, তুমি সুখী হও, দীর্ঘজীবী হও— রম । ( সহসা ফিরিয়া দাড়াইয়া ) এইবার কিন্তু সত্যিই রাগ করব রমেশন। আমি হিন্দুর বিধব,—আমাকে দীর্ঘজীবী হ’তে বলা শুধু অভিশাপ দেওয়া। আমাদের কোন শুভাকাঙ্ক্ষীই কোনদিন এ আশীৰ্ব্বাদ আমাদের করে না। এখন আমি চললাম। ক্রতপদে প্রস্থান