পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

తాత్గఇ{ళాళు রমার বহির্বাটী। কাল সন্ধ্য। প্রাঙ্গণের একদিকে চণ্ডীমণ্ডপের কিয়দংশ দেখা বাইতেছে এবং অন্ত দিকে ছোট একটা তুলসী মঞ্চ । রম সন্ধ্যাদীপ হাতে ধীরে ধীরে প্রবেশ করিয়া মঞ্চমূলে প্রদীপ রাখিয়া গলায় আঁচল দিয়া প্রণাম করিল। এমনি সময়ে তাহার আনত মাথার কাছে নিঃশব্দ পদক্ষেপে রমেশ আসিয়া দাড়াইল রম । ( মুখ ভুলিয়া অকস্মাৎ রমেশকে দেখিয়া বিস্ময়ে ) এ কি, আপনি ষে । রমেশ । অত্যন্ত প্রয়োজনে আসতে হোল রমা ! রমা । ( ঈষৎ হাসিয়া) বেশ আসা । কিন্তু হঠাৎ কেউ যদি দেখে ত ভাবে আমি বুঝি প্রদীপ জেলে এতক্ষণ আপনাকেই নমস্কার করছিলাম। এম্‌নি কোরে বুঝি দাড়ায় ? রমেশ। রম, আমি শুধু তোমার কাছেই এসেছি। রম । ( হাসিমুখে ) সে আমি জানি। নইলে কি মাসির কাছে এসেছেন, আমি বলচি । এই বলিয় সে প্রদীপ হাতে লইয়া উঠিয় দাড়াইল । রম । কি আদেশ বলুন ? রমেশ । তুমি নিশ্চয়ই সব গুনেচ । জল বার করে দেবার জন্তে তোমার মত নিতে এসেছি । রম । আমার মত ? রমেশ । হ্যা, তোমার মত নিতেই ছুটে এসেছি রমা। আমি নিশ্চয় জানি দুঃখীদের এতবড় বিপদে তুমি কখনোই না বলতে পারবে না।