পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“g রমা दिउँौग्न अक স্নমার প্রবেশ রম । আঁ্যা ! এমন ধাব! কে করলে তোমাদের আকবর ? ( এই বলিয়া সে অদূরে বসিয়া পড়িল ) আকবর। ( মাকাশের প্রতি হাত তুলিয়া) আল্লা ! বেণী । মাল্লা ! অল্পা ! এখানে ব’সে আল্লা আল্লা করলে হবে কি ? বলচি থানায় চল । যদি না এর শোধ দশৰচ্ছর ঠেলতে পারি ত,—রম তুমি চুপ করে রইলে কেন ? বল না একবার থানায় যেতে । রম ৷ কে তোমাকে এমন কোরে জখম কয়ূলে আকবর ? আকবর। ছোটবাবু দিদি ঠাকরুণ। রম । এ কি কখনো হতে পারে আকবর ? ছোটবাবু একলা তোমাদের তিন বাপ ব্যাটাকে জখম কোরে দিলে ? এ যে তিন শো জনে পারে না । আকবর। তাই তো হোলো দিদি ঠাকরাণ ! সাবাস মায়ের দুধ খেয়েছিল বটে । লাঠি ধরলে বটে ! গোবিন্দ । সেই কথাই তো থানায় গিয়ে বলতে বলচি রে ব্যাট । কার লাঠিতে তুই জখমৃ হলি ? ছোটবাবুর না সেই হারামজাদ ভোজোর ? আকবর। সেই বেঁটে ছিন্দুস্থানিটার ? লাঠির সে জানে কি ? কি বলিস্ রে গহর, তোর পয়ল চোটেই সে বসেছিল না রে ? গহর কথা কহিল না, মাথা নাড়িয়া সায় দিল আকবর। মোর হাতের চোটু পেলে সে বঁাচত না । গহরের লাঠিতেই বাপ কোরে সে বসে পড়লো দিদি ঠাকরাণ । জীবন্ত্র । তখন ছোটবাবু তার লাঠি তুলে নিয়ে বাধ এটকে দাড়াল