фие ब्रश{ डौिग्न चक গোপাল সরকার । টাকা কর্জ নিয়েছিলেন ? ভৈরব। না, একপয়সা না সরকার মশাই। দেন মিথ্যে, খত মিথ্যে-কবে নালিস হ’লে, কবে শমন হ’লে, কবে ডিক্রি হয়ে বাড়ী ঘর-দোর নিলাম হয়ে গেল—কিছুই জানি নে বাৰু। কাল কানাঘুযো খবর পেয়ে সদরে গিয়ে টের পেলাম—ছেলেপুলে নিয়ে আমাকে গাছতলায় শুতে হবে। এক হাজার সাতাশ টাকা পাচ আনা ছ’ পাই— রমেশ । এমন ভয়ানক কথা ত কখনো শুনিনি সরকার মশাই ? গোপাল সরকার। পাড়াগায়ে এমন অনেক হয় বাবু। যারা গরীব, বড়লোকের কোপে পড়ে তারা সত্যিই ধনে-প্রাণে মারা যায়। এ সমস্তই বেণীবাবু আর গাঙলী মশায়ের কাজ। আচাধ্যি মশাই বরাবর আমাদের দিকে আছেন বলেই তার এই বিপদ । - ভৈরব । ই বাবু তাই । তাই আমার এই বিপদ । রমেশ । কিন্তু এর উপায় সরকার মশাই ? গোপাল সরকার। অনেক টাকার ব্যাপার। এর ঋণ মিথ্যে, দলিল মিথ্যে, সাক্ষী মিথ্যে,—কে হয়ত ওঁর নাম লিখে শমন নিলেছে, কে হয়ত আদালতে গিয়ে কবুল জবাব দিয়েছে, সদরে গিয়ে সমস্ত তদন্ত না ক’রে ত কিছুই বলবার যো নেই । রমেশ । তাই আপনি যান। সমস্ত খবর নিয়ে যত টাক। লাগে এর প্রতিকার করুন। এমন করুন যেন এতবড় অত্যাচার করূতে আর কেউ ন সাহস করে । ভৈরব । ( অকস্মাৎ রমেশের পা জড়াইয়া ধরিয়া) বাবুগে আপনি চিরজীবী ছোন। ধনে-পুত্রে লক্ষ্মী লাভ করে আপনি রাজা হোন। ভগবান আপনাকে যেন—
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।