Ե-Հ রমী দ্বিতীয় অঙ্ক দেখ চেন। যা আৰ্ত্তকে রক্ষে করে না, দুঃখীকে পথেই ঠেলে দেয়, তাকেই সমাজ বলে কল্পনা করার মহাপাপ আমাদের নিয়ত রসাতলের দিকেই টেনে নিয়ে যাচ্চে । রমেশ । ( আশ্চৰ্য্য হইয়া ) সরকার মশাই, এ সকল কথা আপনি জানলেন কার কাছে ? গোপাল সরকার । আমার স্বগীয় মনিবের কাছে । এইমাত্র যে ভৈরবকে উদ্ধার করতে চাইলেন, এ শক্তি আপনি পেলেন কোথায় ? এ তারই দয়। এম্নি কোবে বিপন্নকে উদ্ধার করতে তাকে যে আমি বহুবার দেখেচি ছোটবাবু । রমেশ । ( দুই হাতে মুখ ঢাকিয়া ) বাবা-— গোপাল সরকার। রাত প্রায় শেষ হয়ে এল বাবু, আপনি একটু শোল। । রমেশ । ই শুই। আপনি বাড়ী যান সরকার মশাই । গোপাল সরকার প্রস্থান করিলেন। রমেশ শয়নের আয়োজন করিতেছিল সহস দ্বারের কাছে কি একটা দেখিতে পাইয়া-চমূকিয়া প্রশ্ন করিল—” - রমেশ । কে ? কে দাড়িয়ে ? যতীন দ্বারের কাছে মুখ বাড়াইয়।
যতীন। ছোড়দা, আমি । রমেশ । ( কাছে গিয়া ) যতীন ? এত রাত্রে ? আমায় ডাকৃচ ? যতীন। ই, আপনাকে । রমেশ । আমাকে ছোড়দা বলতে তোমাকে কে বলে দিলে ? যতীন । দিদি । রমেশ । রমা ? তিনি কি তোমাকে কিছু বলতে পাঠিয়েচেন ?