পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রম’ দ্বিতীয় অঙ্ক وي রম । ( উঠিয়া দাড়াইয। ভীত কণ্ঠে) তোমার নিজের ত কোন fয় নেই ? রমেশ। বলতে পারি নে রমা । কতদূর কি দাড়িয়েছে সে তো এখনো জানি নে । রম । তোমাকেও ত গ্রেপ্তার করতে পারে ? রমেশ । তা’ পারে। রম। পীড়ন করতেও ত পারে ? রমেশ ৷ অসম্ভব নয়।—— রম। (সহসা কঁাদিয়া উঠিয়া ) আমি যাব না রমেশদ । রমেশ । ( সভয়ে ) যাবে না কি রকম ? রম ৷ তোমাকে অপমান করবে, তোমাকে পীড়ন করবে—আমি কিছুতেই যাব না রমেশদ । or রমেশ । ( ব্যাকুল কণ্ঠে ) ছি ছি, এখানে থাকতে নেই। তুমি কি পাগল হয়ে গেলে রাণী ? এই বলিয দুই হাত ধরিয়া জোর করিয়া তাহাকে বাহির করিয়া দিল । ওদিকে বহু লোকের পদশব্দ স্পষ্টতর হইয়া উঠিতে লাগিল ।