পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃশ্য রমা Եr:» রমেশ। জন্মভূমি ত শুধু এক আমার নয় জ্যাঠাইমা ? জ্যাঠাইমা। তোর একার বই কি বাবা, শুধু তোরই মা ! দেখতে পাস নে মা মুখ ফুটে সন্তানের কাছে কোন দিন কিছুই দাবি করেন না। তাই এত লোক থাকতে কারে কানেই তার কান্না গিয়ে পৌছয় নি, কিন্তু তুই আসামাত্রই শুনতে পেযেছিল। রমেশ । ( ক্ষণকাল নতমুখে নীরবে থাকিয় ) একটা কথা তোমাকে জিজ্ঞাসা কোরব জ্যাঠাইমা ? জ্যাঠাইমা । কি কথা রমেশ ? রমেশ । আমি ত তোমাদের জাত-ভেদ মানি নে, কিন্তু তুমি তো মান ? জ্যাঠাইমা । তুষ্ট মানিস নে বলে আমি মাল্ব না রে ? রমেশ । কিন্তু আমি ত সকলের ছোয়া খাই,—আমার হাতে ত তুমি থেতে পারবে না জ্যাঠাইমা ? - জ্যাঠাইম' । পারব না কিরে ? তুই আমার বাবা—তাই কি ছোটথাটো ? মস্ত বড় বাবা । মেয়ে হয়ে এত বড় আস্পদ্ধার কথা কি আমি মুখে আনতে পারি রে ? রমেশ । (তৎক্ষণাৎ হেট হইয় তাহার পায়ের ধূলা মাথায় লইয়। ) এই আশীৰ্ব্বাদ আমাকে তুমি কর জ্যাঠাইমা, তোমাকে যেন আমি চিনতে পারি! জ্যাঠাইমা । (তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিয়া) হয়েছে,হয়েছে। কিন্তু আমার ষে এখনো আহ্নিক সারা হয় নি বাবা, একটুখানি বস্ৰি ? রমেশ । না জ্যাঠাইমা, আমার ইস্কুলের বেলা হয়ে যাচ্ছে । জ্যাঠাইমা । তাহলে যখনি সময় পাবি আসিস রমেশ । রমেশ ও জ্যাঠাইমার প্রস্থান