পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्ञश्व ब्रध्ननाबल" তোমার ন্যায় সাহস আছে! অচেতন ? কল্য যন্ধে হইবে, আদ্য বিলাসবিহবল ? যতদিন আবশ্যক তোমার দ্বারা আমার কার্য্যসিদ্ধি করিব, তাহার পর এইরুপ পদাঘাত করিয়া তোমাকে দরে ফেলিয়া দিব ! কল্য যুদ্ধ হইবে, ললাটের লিখন কি আছে ? পিতার হস্ত হইতে রাজদণ্ড কাড়িয়া লইতে প্রবত্ত হইয়াছি। ভীষণ উদ্যমে প্রবত্ত হইয়াছি, অনেক দরে অগ্রসর হইয়াছি, আর ফিরিবার উপায় নাই। হৃদয়! সাহসে নিভার কর, আরও অগ্রসর হইব। অসিহস্তে কণ্টকময় পথ পরিস্কার করিব, আবশ্যক হয় উজয়িনী হইতে আগ্রা পয্যন্ত পথ নররক্তে রঞ্জিত করিব, কিন্তু এ ভীষণ প্রতিজ্ঞা বিচলিত হইবে না। পিতামহ তৈমুর ! তোমার মকুটে এই ললাট শোভিত করিব, নচেৎ কল্য হৃদয়শোণিতে সিপ্রাবারি রঞ্জিত করিব । সপ্তদশ পরিচ্ছেদ : উজয়িনীর যাদ্ধ ANOTHER deadly blow, Another mighty empire overthrown. –Wordsworth. ১৬৫৮ খৃঃ অব্দে বৈশাখ মাসে ভীষণ যুদ্ধ হইল। মোরাদ ও আরংজীবের সৈন্যের সিপ্রানদী পার হইবার উদ্যম করিতে লাগিল, কিন্তু সে বড় সহজ ব্যাপার নহে। আরংজীব সৈন্যের পার হইবার জন্য অতিশয় নিপুণ ব্যবস্থা করিয়াছিলেন। উন্নত স্থানে তাঁহার কামান সাজাইয়া সম্মুখে শত্রর আগমন রোধ করিয়া নিজ সৈন্যকে নদী পার হইতে বলিলেন। শত্ররাও কামান সাজাইয়াছিল ও তদ্বারা আরংজীবের সৈন্যের নদী পার হওয়া নিবারণ করিতে চেস্টা করিয়াছিল, অনেকক্ষণ তুমুল সংগ্রাম হইতে লাগিল। যশোবন্তসিংহ অপব বীৰ্য্যবল প্রকাশ করিয়া মোগলদিগের গতিরোধ করিতে লাগিলেন, কিন্তু তাঁহার সহযোদ্ধা কাসেমখাঁ সেরাপ যত্ন করিলেন না। তাৎকালিক লেখকেরা সন্দেহ করেন যে, তিনি আরংজীবের অর্থে বশীভূত হইয়া আপন গোলা ও বারদে লুকাইয়া রাখিয়াছিলেন, সতরাং তাঁহার সৈন্যের কামান অচিরাৎ নিস্তব্ধ হইল। এ অবস্থায় শত্রর কামানের সম্মুখে যুদ্ধ করা যশোবস্তের পক্ষে অসম্ভব হইয়া পড়িল; কিন্তু তিনি ভগ্নপ্রযত্ন না হইয়া অমানষিক বীরত্ব প্রকাশ পবেক শত্রদিগের গতিরোধ করিতে লাগিলেন। সে স্থান পর্বতময়, সুতরাং আক্রমণকারিগণ সহজে নদী পার হইতে পারিল না; কিন্তু সাহসী মোরাদ কতিপয় সৈন্য লইয়া সকল ব্যাঘাত অতিক্রম করিয়া জয় জয় নাদে নদী পার হইলেন, তাহা দেখিয়া সমস্ত সৈন্য নদী পার হইল। ভীর কাসেমখf তৎক্ষণাৎ সসৈন্যে পলায়ন করিলেন, সতরাং যশোবন্তসিংহের বিপদের সীমা রহিল না। কিন্তু সেই অসমসাহসী রাজপত চতুদিকে শত্রনকর্তৃক বেটিত হইয়াও তুমুল সংগ্রাম করিতে লাগিলেন। তাঁহার সেনা-সংখ্যা ক্ষীণ হইতে লাগিল, তাঁহার প্রিয় অনুচরেরা চতুদিকে হত হইতে লাগিল, মোগলেরা জয় জয় নাদে আকাশ ও মেদিনী কম্পিত করিতে লাগিল, তথাপি বীর রাজপতেরা রণে ভঙ্গ দিল না। অনেকক্ষণ যুদ্ধের পর পরাস্ত হইয়া যশোবন্তসিংহ কেবলমাত্র পঞ্চ শত সেনা লইয়া যুদ্ধস্থল ত্যাগ করিলেন, সপ্ত সহস্র রাজপত সেই দিন সেই ভীষণ যুদ্ধক্ষেত্রে জীবনদান করিল।

  • S S :