পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्धव्ष ब्रळनाबलौ বিংশ পরিচ্ছেদ : উদয়পরে He lingered pouring on memorials Of the world's youth; through the long burning day Gazed on those speechless; nor when the moon Filled the magisterial halls floating, shades, Suspended he that task, but ever gazed And gazed, till meaning on his vacant mind Flashed like strong inspiration. —Shelley. মেওয়ার দেশে পাবে চিতোর প্রধান নগরী ছিল, এক্ষণে উদয়পর । মাড়ওয়ারে বালকোরাশি ও মরুভূমি হইতে পৰ্বতপ্রধান মেওয়ার দেশে পনরায় আসিতে নরেন্দ্রনাথ বড়ই আনন্দানুভব করিলেন। আবার আরাবলীর উচ্চ শেখর উল্লঙ্ঘন করিলেন, আবার পাবতীয় নদী ও প্রস্রবণের বেগ ও মহিমা সন্দশন করিলেন, আবার শান্ত নিস্তন্ধ পৰ্বত-হ্রদের শোভা দেখিয়া নরেন্দ্রের হৃদয়ে অতুল আনন্দ উদয় হইল। কিছুদিন এইরনুপে ভ্রমণ করিয়া নরেন্দ্রনাথ ও যোধপুরের দতগণ উদয়পরে উপস্থিত হইলেন। নরেন্দ্রনাথের বোধ হইল সেরাপ সন্দের স্থানে সেরাপ সন্দের নগরী পাবে তিনি কখন দেখেন নাই। নীচে সন্দের শান্ত প্রশস্ত হ্রদ, নিম্মল আকাশ ও চতুন্দিকস্থ পৰ্বতশ্রেণীর ছায়া সযত্নে বক্ষে ধারণ করিতেছে! চতুন্দিকে সন্দের পর্বতরাশির পর পাবতিরাশি, যেন প্রকৃতি এই মনোহর উচ্চ প্রাচীর দিয়া এই সুখের আবাসস্থানকে রক্ষা করিতেছে! হ্রদের নিকটবত্তী একটী পৰ্বতশ্রেণীর উপর সন্দের রাজপ্রাসাদ ও শ্বেতবর্ণ সৌধমালা যেন সহাস্য বদনে নিশমল দপণে আপনার সন্দর প্রতিরপে অবলোকন করিতেছে। সযোদ্ধার দিয়া যোধপুরের দতে নগরে প্রবেশ করিলেন। যোধপুরে ও উদয়পরে তখন বন্ধত্বে ছিল, সুতরাং যোধপুরের দতগণকে আহবান করিবার জন্য নাগরিকগণ জয়ধৰনি করিতে লাগিল। প্রশস্ত পথ দিয়া নরেন্দ্রনাথ ও তাঁহার সঙ্গিগণ রাজপ্রাসাদাভিমুখে যাইতে লাগিলেন; চারণগণ “টপা” অথাৎ মঙ্গলসচক গীত গাইতে লাগিলেন, দই পাশ্বের সত্ৰীলোকগণ কলসকক্ষে দণ্ডায়মান হইয়া “সহেলিয়া" অর্থাৎ আনন্দগীত গাইয়া যোধপুরের দতদিগকে আহবান করিলেন। দতগণ সকলকেই দই এক মদ্রো পরস্কার দিয়া পরিতুষ্ট করিলেন। অনন্তর রাজপ্রাসাদে পৌঁছিয়া রাণার অনুমতিক্রমে প্রাসাদের উপর উঠিলেন। শ্বেতপ্রস্তরবিনিশ্চিমত সোপান দ্বারা আরোহণ করিয়া সৰ্য্যেমহলে প্রবেশ করিলেন। সেই মহলেই রাণা বিদেশীয় দতদিগকে আহবান করিতেন, বংশের আদিপরেষে সয্যের একটী প্রতিমাত্তি সেই গাহের এক দেওয়ালে খোদিত ছিল, সেই জন্য উক্ত মহলের নাম সয"মহল। রক্তবর্ণ বস্ত্রমণ্ডিত বহমোল্য রত্নবিনিমিত রাজাসনে বাপা রাওয়ের বংশাবতংস মহারাণা রাজসিংহ উপবেশন করিয়া আছেন। চারিদিকে সবণ খচিত রৌপ্য স্তম্ভের উপর একটী চন্দ্ৰাতপ মণিমুক্তায় ঝলমল করিতেছে। কিঞ্চিৎ দরে পারিষদগণ উপবেশন করিয়া আছেন, ও চারণগণ স্তুতিবাক্যে এই অমরাবতী তুল্য রাজসভায় রাণার সাধুবাদ করিতেছেন। এরপে সময়ে যোধপুরের দতে প্রবেশ করিলেন। দত বিনীতভাবে সমস্ত সমাচার অবগত করাইলেন। যশোবন্তসিংহের পরাজয় ও দেশে প্রত্যাগমন, মহারাজ্ঞীর ক্রোধ ও রাজার দন্দশা, এই সমস্ত অবগত করাইয়া যোধপুরের মন্ত্রীর পত্র রাণার হস্তে সমপণ করিলেন। রাণা রাজসিংহ সমস্ত বিষয় অবগৰ হইয়া যশোবস্তের জন্য শোক প্রকাশ করিয়া দতগণকে বিদায় করিলেন, ও তাঁহাদের উদয়পরে থাকিবার জন্য উপযুক্ত పిఫిO