পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

प्रशाब्राष्ट्ठे छौबन-थछनऊ অশ্বারোহীর সরনেীবৎ অর্থাৎ সেনাপতি নিতাইজ সিংহগড়ে ছিলেন না; তিনি কিরাপে BB BBBB BBBBB BBD uBBB BBBB BBBDDDS DHDBB BB BBB BBBB অবস্থিতি করিতেছিল। * , , পবে অধ্যায়ে শিবজাঁর তিনজন প্রধান মাউলী বাল্য- নাম উল্লেখ করা হইয়াছে । তন্মধ্যে বাজী ফাসলকরের তিন বৎসর পর্বেই মৃত্যু । তাৰজী মালী ও যশজীকওক অদ্য সিংহগড়ে উপস্থিত ছিলেন। বাল্যকালের সোঁহান্দর্য, যৌবনের বিষম সাহস, ইহারা এখনও ভুলেন নাই। ইহারা শিবজীকে প্রাণসম ভালবাসিতেন, শতবার রজনীযোগে মাউলীসু: দি মাত শত বঙ্গল কিলে আহে দি সহ বিদ { সৰ্য্যে অস্ত গেল। সন্ধ্যার ছায়া যেমন স্তরে স্তরে জগতে অবতীর্ণ হইতেছে, তখনও সেই যোদ্ধমণ্ডলী দলগশাঙ্গে নিঃশব্দে দণ্ডায়মান, এমত সময়ে শিবজী তথায় আসিয়া উপস্থিত হইলেন। তাঁহার মুখমণ্ডল গম্ভীর ও দৃঢ়প্রতিজ্ঞা-ব্যঞ্জক, ভয়ের লেশমাত্র দটি হয় না। বস্ত্রের নীচে তিনি বাম ও অসাধারণ করিয়াছেন, আদ্য নিশির অসমসাহসিক কায্যের জন্য প্রস্তুত হইয়াছেন। যোদ্ধার নয়ন উজৰল, দটি স্থির ও অবিচলিত। শিবজী ধীরে ধীরে বলিলেন,—সমস্ত প্রস্তুত, বন্ধগণ বিদায় দিন। মরেশ্বর। তবে স্থির করিয়াছেন, আদ্য রজনীতে সবণ দেব কি অন্নজী কি আমাকে সঙ্গে যাইতে দিবেন না ? মহাত্মন! বিপদকালে কবে আমরা আপনার সঙ্গ পরিত্যাগ করিয়াছি ? শিবজী। পেশোয়াজী ! ক্ষমা করন, আর অনুরোধ করিবেন না। আপনাদের সাহস, আপনাদের বিক্রম, আপনাদের বিজ্ঞতা আমার নিকট অবিদিত নাই, কিন্তু অদ্য ক্ষমা করন। ভবানীর আদেশে আমি অদ্য বিষম প্রতিজ্ঞা করিয়াছি, অদ্য আমিই এই কাৰ্য্য সাধন করিব, নচেৎ অকিঞ্চিৎকর প্রাণ বিসর্জন দিব। আশীব্বাদ করন, জয়লাভ করিব; কিন্তু যদি অমঙ্গল হয়, যদি আদ্যকার কায্যে নিধনপ্রাপ্ত হই, তথাপি আপনারা তিনজন থাকিলে মহারাষ্ট্রের সকলই বহিল। আপনারা আমার সহিত বিনষ্ট হইলে কাহার দরদশী বুদ্ধিবলে দেশ থাকিবে ? কাহার বাহুবলে স্বাধীনতা থাকিবে ? হিন্দগৌরব কে রক্ষা করিবে ? যাত্রাকালে আর অনুরোধ ना ! পেশোয়া বুঝিলেন আর অনুরোধ করা ব্যথা, সতরাং আর কিছু বলিলেন না। তখন অপেক্ষাকৃত মাদস্বরে শিবজী পেশোয়াকে সবোধন করিয়া বলিলেন,—মরেশ্বর, আপনি পিতার নিকট কায্য করিয়াছেন, আপনি আমার পিতৃতুল্য; আশীব্বাদ করন যেন আজ জয়লাভ করিতে S BBS BBBB BBBBBB BBBB BBBS BBBBS BBB S BBBBBB BBBS BDD কায্যে প্রস্থান করি। মরেশ্বর, আবাজী ও অন্নজী সজলনয়নে মহারাষ্ট্ৰ-বীরকে আশীব্বাদ করিলেন। তৎপর শবজাঁ তাঁহার মাউল সহায় তন্নজ ও যশোজীকে সবােধন করিয়া বললেন—বালাসহ ! বিদাও দেও। তন্নজী। প্রভো ! কি অপরাধে আমাদিগকে সঙ্গে যাইতে নিষেধ করিতেছেন ? কোন নৈশ ব্যাপারে, কোন দগে জয়ের সময়ে আমরা প্রভুর সঙ্গে না ছিলাম ? পৰ্ব্বকাল স্মরণ করিয়া দেখন, কওকণদেশে আপনার সহিত কে ভ্রমণ করিত ? শৈলচড়ে, উপত্যকায়, পৰ্বতগহবরে, তরঙ্গিণীতীরে কে আপনার সহিত দিবায় শিকার করিত, রজনীতে একত্র শয়ন করিত, বা দগ'জয়ের পরামর্শ করিত ? ষশজী, মত বাজী আর এই দাস তন্নজী। বাজী প্রভুর কাব্যে হত হইয়াছে, আমাদেরও তাহা ভিন্ন অন্য বাসনা নাই। অনুমতি করনে অদ্য প্রভুর সঙ্গে যাই, জয়লাভ হইলে প্রভুর আনন্দে আনন্দিত হইব, যদি প্রভু বিনষ্ট হন, আমাদের এস্থানে জীবিত থাকিলে কোন উপকার নাই। আমাদের এরপে বৃদ্ধিবল নাই যে, রাজকাষে কোন সাহায্য করি। আপনার বাল্যসহৃদকে বঞ্চিত করিবেন না। শিবজী দেখিলেন, তন্নঞ্জীর চক্ষে জল। মন্ধে হইয়া তন্নজী ও ষশজীকে আলিঙ্গন করিয়া পলিলেন,—শ্ৰাতঃ ! তোমাদিগকে আদেয় আমার কিছুই নাই, শীঘ্ন রণসজা করিয়া লও। 《