পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रटभन्न ब्रध्ननाबळ"ी সেই নদীকালে শ্যামলক্ষেত্ৰবেষ্টিত একটী সন্দের গ্রাম সন্নিবেশিত ছিল। গ্রামের একপ্রান্তে একটী কৃষকের কুটীরের নিকট একটী বালিকা নদীকালে খেলা করিতেছে, নিকটে একজন দার্সী দণ্ডায়মান রহিয়াছে। কৃষকপত্নী গহকাযে ব্যস্ত রহিয়াছে। গহে দেখিলে কৃষককে সম্প্রান্ত বলিয়াই বোধ হয়। প্রাঙ্গণে দুই একটী গোলাঘর রহিয়াছে, পাশ্বে চারি পাঁচটী গর বাঁধা রহিয়াছে, বাটীর ভিতর তিন চারিখানি ঘর, বাহিরে একখানি বড় ঘর। দেখিলেই বোধ হয়, গহস্বামী কৃষক হইলেও গ্রামের মধ্যে একজন মাতব্বর লোক, ব্যবসা ও মহাজনী কাৰ্য্যও কিছু কিছু করিয়া থাকে। বালিকা সপ্তমবষীয়া ও শ্যামবর্ণ, চঞ্চল প্রফুল্ল ও উজলিনয়না। একবার নদীকালে দৌড়াদৌড়ি করিতেছে, একবার মাতা যে ঘরে রন্ধন করিতেছে তথায় দৌড়াইয়া যাইতেছে, এক একবার বা দাসীর নিকট আসিয়া তাহার হস্ত ধরিয়া কোন কথা কহিতেছে। বালিকা বলিল,—দিদি, আয় না কালকের মত ঘাটে যাই, কাপড় দিয়া মাছ ধরিব। দাসী । না দিদি, মা বারণ করিয়াছেন, ঘাটে ষেও না। বালিকা। মা টের পাবে না। দাসী । না, ছি, মা যা বারণ করেন তা করিতে নাই, মার কথা কি অন্যথা করে : বালিকা। আচ্ছা দিদি, মা কি তোরও মা হয় ? দাসী। হয় বৈ কি। বালিকা। না, সত্য করিয়া বল। দাসী। সত্যই মা হয়। বালিকা। না দিদি, তুই যে রাজপতের মেয়ে, আমরা ত রাজপত নই। দাসী বালিকাকে চুম্বন করিল। বলিল—তবে জিজ্ঞাসা কর কেন ? বালিকা। জিজ্ঞাসা করি, তবে তুই মাকে মা বলিস কেন ? দাসী । যিনি আমাকে খাইতে পরিতে দিতেছেন, যিনি আমাকে থাকিবার স্থান দিয়াছেন, যিনি আমাকে মেয়ের মত লালন-পালন করেন তাঁকে মা বলিব না ত কি বলিব ? এ জগতে আমার অন্য স্থান নাই, মা আমাকে জগতে স্থান দিয়াছেন। বালিকা। ছি দিদি, তোর চক্ষে জল কেন, তুই কথায় কথায় কাঁদিস কেন দিদি ? দাসী। না দিদি, কাঁদিব কেন ? বালিকা। তোর চক্ষে জল দেখলে আমার চক্ষে জল আসে । দাসী বালিকাকে পুনরায় চুম্বন করিয়া বলিল—তুমি যে আমাকে ভালবাস। বালিকা। আর তুই আমাকে ভালবাসিস ? দাসী । বাসি বৈ কি । বালিকা। বরাবর ভালবাসবি, কখনও আমাকে ভুলবিনি ? দাসী। না। আর তুমি দিদি, তুমি আমাকে ভালবাসবে, কখনও ভুলিবে না ? বালিকা। না। দাসী। হাঁ, তুমি আমাকে একদিন ভুলিবে । বালিকা। কবে ? দাসী। যবে তোমার বর আসিবে। বালিকা। সে কবে ? দাসী। আর দুই এক বৎসরের মধ্যেই। বালিকা। না দিদি, কখনও তোকে ভুলিব না, বরের চেয়ে তোকে অধিক ভালবাসব। আর তুই দিদি, তোর যখন বর আসবে, তখন আমাকে ভুলবিনি ? দাসীর চক্ষে পনেরায় জল আসিল, সে বলিল,—না, কখনও ভুলিব না। বালিকা। বরের চেয়ে আমাকে অধিক ভালবাসবি ? দাসী হাস্য করিয়া বলিল—সমান সমান। বালিকা ! তোর বর কবে আসবে দিদি ? * দাসী। ভগবান জানেন। ছাড়, রান্নার বেলা হইয়াছে, আমি যাই । পাঠককে বলা অনাবশ্যক যে, অনাথিনী সরষবোলা জগতে আর স্থান না পাইয়া একজন ૨૭૭