পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बन्मथ ब्रध्नावली দিয়াছেন। সহরে অন্য কথা নাই, হাটে-বাজারে অন্য কথা নাই, গ্রামে অন্য কথা নাই, কেবল রঘুনাথের বীরত্ব-কথা শুনিয়া সকলে জয় জয় নাদে ধন্যবাদ দিতেছে। o আনন্দে, উল্লাসে সরয উচ্চৈঃস্বরে ক্ৰন্দন করিয়া মচ্ছিত হইয়া ভূমিতে পতিত হইলেন। সব সমপিয়া একমন হইয়া নিশ্চয় হইলাম দাসী ॥ ভাবিয়া দেখিলাম এ তিন ভুবনে আর কেহ মোর আছে। রাধা বলি কেহ সন্ধাইতে নাই, দাঁড়াব কাহার কাছে ॥ একুলে ওকুলে গোকুলে দুকুলে, আপনা বলিব কায় । শীতল বলিয়া শরণ লইলাম ও দটি কমল পায় ৷ مت\ —চণ্ডীদাস । সেই দিন অবধি সরষরে আকৃতি ফিরিল ! বহুদিন পর আশা, আনন্দ ও উল্লাস আবার সেই হৃদয়ে স্থান পাইল। নয়ন দুইটী আবার হাসিল, ওঁঠ দুইটী আবার প্রসফটিত পাপের ন্যায় পরিমল ধারণ করিল, ললাট ও সন্দের গণ্ডস্থলে আবার লাবণ্য ফুটিল, রেশম-বিনিন্দিত কেশগুলি আবার সেই সন্দের, মধুময়, লাবণ্যময় মুখখানিকে লইয়া খেলা করিতে লাগিল । প্রাতঃকালের সন্দের সমীরণের সহিত দরবক্ষ হইতে কোকিলরব আসিলে সরয উল্লাসিতহৃদয়ে সেই রব শুনিতেন ; অপরাহ্লে গাহকায্য সমাপন করিয়া নদীকালে দন্ডায়মান হইয়া নয়ন দুইটী সয্যে-উত্তাপ হইতে হস্তদ্বারা আবরণ করিয়া নদীর অপর পাশ্বে বহন্দরে পয্যন্ত চাহিয়া থাকিতেন । আবার সন্ধ্যার সময় দরে বংশীধনী হইলে চকিত মগের ন্যায় সহসা চমকিয়া উঠিতেন । গোকর্ণের কন্যা পৰ্য্যন্ত সরযর এই পরিবত্তন দেখিতে পাইল। একদিন সন্ধ্যার সময় নদীর ঘাটে যাইবার সময় কন্যা জিজ্ঞাসা করিল--দিদি, দিন দিন তোর রপে কেমন ফটে বেরুচ্ছে । সরয়া। কে বলিল ? বালিকা। বলিবে কে ? আমি বুঝি দেখিতে পাই না ? সরষদ । না, ও তোমার দেখিবার ভুল । বালিকা। হাঁ, ভুল বৈ কি ? আর আগে মাথায় কিছু থাকিত না, এখন মধ্যে মধ্যে চুলের ভিতর ফলে গোঁজা হয়, তা বুঝি দেখিতে পাই না ? সরয ( দরে । বালিকা। আর লুকাইয়া লুকাইয়া গলায় একটী কাঠমালা পরা হয়, তাহাতে দুইটী করিয়া মুক্তা, একটী করিয়া পলা, তা বুঝি আমি দেখিতে পাই না ? সরয । দর। বালিকা। আর নদীর তীরে অনেকক্ষণ ধরিয়া সন্দের মখেখানি জলে দেখা হয়, তা বুঝি আমি দেখি না ? 嘯 সরয । মিথ্যা কথা বলিও না। বালিকা। আর গাছতলায় লুকাইয়া মধ্যে মধ্যে কুহ স্বরে গান করা হয়, তা বুঝি আমি শুনি না ? সরয এবার আসিয়া বালিকার মুখ চাপিয়া ধরিল। বালিকা হাসিতে হাসিতে বলিল-আমি এ সব কথা মাকে বলিয়া দিব। সরয । না দিদি, তোমার পায়ে পড়ি, বলিও না। বালিকা। তবে একটা কথা জিজ্ঞাসা করি, বলিবে ? 毓 সরয়। বলিব। ミ○げ