পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रक्षाब्राष्प्ने छौबन-3धकाङ छाशि१श्व नब्रिटण्झम ३ छझौबन निकब"ाण হাসিয়া বলেন ভীম শুনহ রাজন। যথা ধক্ষম তথা জয় অবশ্য ঘটন ৷ ধৰ্ম্মম অনুসারে জয় ঈশ্বর বচন । --কাশীরাম দাস । মহারাষ্ট্রদেশে মহাসমারোহ আরম্ভ হইল! শিবজী প্রত্যাবৰ্ত্তন করিয়াছেন, পনরায় আরংজীবের সহিত যুদ্ধ করবেন, মেলচ্ছদিগকে দেশ হইতে দরে করিয়া দিবেন, হিন্দরাজ্য সংস্থাপন করিবেন! নগরে, গ্রামে, পথে, ঘাটে এই জনরব হইতে লাগিল । একদা রাজা জয়সিংহ বিজয়পুর নগর আক্রমণ করিয়াও সে স্থান হস্তগত করিতে পারিলেন না। তিনি বার বার দিল্লীর সম্রাটের নিকট সহায়তার জন্য যে আবেদন করিয়াছিলেন তাহাও বিফল হইল, অবশেষে তিনি পল্ট বুঝিলেন যে, তাঁহার সৈন্যসমেত বিনাশ ভিন্ন আরংজীবের অন্য কোনও উদ্দেশ্য নাই। তখন তিনি বিজয়পরে পরিত্যাগ করিয়া আরঙ্গাবাদের দিকে প্রত্যাবত্তন করিলেন। শেষ পৰ্য্যস্ত আরংজীবের বিশ্বস্ত অনুচরের ন্যায় কায্য করিলেন। আরংজীব তাঁহার প্রতি অভদ্র আচরণ করিয়াছেন বলিয়া মহত্তের জন্যও সম্রাটের কায্যে ঔদাস্য প্রকাশ করিলেন না। যখন নিশ্চয় দেখিলেন মহারাষ্ট্ৰদেশ ত্যাগ করিয়া যাইতে হইবে, তখন পৰ্য্যন্ত যতদরে সাধ্য সম্রাটের ক্ষমতা রক্ষার চেষ্টা করিলেন। লৌহগড়, সিংহগড়, পরন্দর প্রভৃতি স্থানে সম্রাটের সেনা সন্নিবেশিত করিলেন, তদ্ভিন্ন যে যে দলগ অধিকারে রাখিবার সম্ভাবনা ছিল না, সে সমস্ত একেবারে চণ করিয়া দিলেন, যেন আর শত্ররা ব্যবহার করিতে না পারে। কিন্তু এজগতে এরপে বিশ্বস্ত কায্যের পুরস্কার নাই। জয়সিংহ অকৃতকায্য হইয়াছেন শনিয়া আরংজীব যৎপরোনাস্তি সন্তুষ্ট হইলেন, আরও অবমানিত করিবার জন্য তাঁহাকে দক্ষিণদেশের সেনাপতিত্ব হইতে অপসত করিয়া দিল্লীতে তলব করিলেন, যশোবন্ত সিংহকে তাঁহার স্থলে পাঠাইয়া দিলেন। বদ্ধ সেনাপতি আজীবন সাধ্যমতে দিল্লীর কার্য্যসাধন করিয়াছিলেন ; শেষদশায় এ অবমাননায় তাহার মহৎ অন্তঃকরণ বিদীণ হইল, তিনি পথেই মৃত্যুশয্যায় শায়িত হইলেন! অবমানিত, পীড়িত বদ্ধ জয়সিংহ মৃত্যুশয্যায় শায়িত রহিয়াছেন, এবীপ সময় একজন দত সংবাদ দিলেন,—মহারাজ, একজন মহারাষ্ট্ৰীয় সেনানী আপনার দশনাভিলাষী, তিনি আপনার সে একদি গল ল কয়লি , আর একবার উপদেশ পাইবার জন্য l রাজা উত্তর করিলেন,—সম্মানপবেক লইয়া আইস। যে মহাপরেষে আসিয়াছেন, আমি তাঁহাকে বিশেষরপে জানি। তিনি আইসন, আমি তাঁহাকে নিভীয় দিতেছি। ক্ষণেক পর একজন মহারাষ্ট্র ছদ্মবেশে সেই গহে প্রবেশ করিলেন । রাজা তাঁহার দিকে না চাহিয়াই বলিলেন,-সহদ্ধর শিবজী ! মৃত্যুর পাবে আর একবার আপনার সহিত দেখা হইল, চরিতাথ হইলাম। উঠিয়া অভ্যর্থনা করিবার ক্ষমতা নাই, দোষ গ্রহণ করিবেন না । সজলনয়নে শিবজী বলিলেন,—পিতঃ ! যখন শেষ আপনার নিকট বিদায় লইয়াছিলাম, তখন আপনাকে এত শীঘ্র এরপে অবস্থায় দেখিব, কখনও মনে করি নাই। জয়সিংহ। রাজন ! মনুষ্যদেহ ক্ষণভঙ্গর, ইহাতে বিস্ময় কি ? শিবজী, আমাদের শেষ যখন সাক্ষাৎ হইয়াছিল, আপনি মোগল সাম্রাজ্যের গৌরব দেখিয়াছিলেন ; এখন কি দৈখিতেছেন ? শিবজী। মহারাজ সেই সাম্রাজ্যের প্রধান স্তম্ভস্বরুপ ছিলেন, আপনাকে যখন এ অবস্থায় দেখতেছি, তখন মোগল-সাম্রাজ্যের আর আশা নাই। জয়সিংহ। বৎস! তাহা নহে! রাজস্থানভূমি বীরপ্রসবিনী, জয়সিংহ মরিলে অনা জয়সিংহ হইবে, জয়সিংহের ন্যায় শত যোদ্ধা এখনও বত্তমান আছেন। মাদশ একজন লোকের মৃত্যুতে সাম্রাজ্যের ক্ষতিবৃদ্ধি নাই। Հ8Տ ১৬