পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्राछन,ड छौबन-नझग्न বালিকা। ওকি, তোমার বকে কি ? তেজসিংহ। একটী ফল। বালিকা। ফেলিয়া দাও । তেজসিংহ। কেন ? বালিকা। ও যে বাগানের ফল । তেজসিংহ। তাহা হইলই বা, আমি ফেলিব না। বালিকা। তবে আমি এ মালা পরাইব না। তেজসিংহ । কেন ? বালিকা। মালা পরাইলে পাপ রাগ করবে। চকিতস্বরে তেজসিংহ জিজ্ঞাসা করিলেন—কি ? বালিকা। বাগানের ফলে বড়লোক, বনের ফলে ছোটলোক, বন্যফসলের মালা গলায় দেখিলে তোমার ঐ বাগানের ফলেটী রাগ করবে। তেজসিংহ কখনও বালিকার কথার অর্থ ভাল করিয়া বুঝিতে পারিতেন না। জিজ্ঞাসা করিলেন—ফলে কি আবার রাগ করে ? 聊 বালিকা করে না ? তবে তুমি ঐ ফল ফেলিয়া দিতে ভয় করিতেছ কেন ? তেজসিংহ নিস্তব্ধ হইয়া রহিলেন। বালিকা পনরায় জিজ্ঞাসা করিল—এত রাত্রে একাকী কোথায় গিয়াছিলে ? তেজসিংহ। কেন ? বালিকা। পথে যে ভয় আছে। তেজসিংহ। কিসের ভয় ? বালিকা। চোরের। তেজসিংহ। কৈ, আমি ত তাহা জানি না। বালিকা। তোমার কিছল চুরি করে নাই ? ংহ i না । বালিকা তেজসিংহের আপাদমস্তক দেখিয়া বলিল,—তোমার হাতের অঙ্গরীয়টী তবে কোথায় গেল ? এবার তেজসিংহ যথার্থ বিসিমত হইলেন । এই ভৗলবালিকা কি সমস্ত জানে, সমস্ত দেখিয়াছে ? বালিকা কি সঙ্গে সঙ্গে লুকাইয়া গিয়াছিল, অঙ্গরীয় দান কি লুকাইয়া দেখিয়াছে ? না, তাহা ত সম্ভব নহে, এই মাত্র ত সে একটী প্রস্তররাশির উপর বসিয়া ফল তুলিতেছিল। তেজসিংহকে চিন্তিত দেখিয়া ভৗলবালা খিল খিল করিয়া হাসিয়া বলিল,—কেমন, একটী জিনিস চুরি হইয়াছে কি না ? তেজসিংহ। না, চুরি হয় নাই, কোথাও রাখিয়া আসিয়া থাকিব। বালিকা। আমি খুজিয়া দেখিব ? তেজসিংহ। দেখিস । বালিকা। যদি পাই তবে আমার ? তেজসিংহ। হাঁ । বালিকা করতালি দিয়া হাস্য করিয়া উঠিল। শেষে বলিল,—আমার এ মালা লইবে না ? তেজসিংহ। না লইব না, তুই বাড়ী আয়। বালিকা। আমি যাইব না। তেজসিংহ। কেন ? বালিকা। এ চাঁদ দেখিয়া গান করিতে ইচ্ছা হইতেছে। হ্রদে স্নান সমাপন করিয়া তেজসিংহ চলিয়া গেলেন, পশ্চাতে সেই বালিকাকণ্ঠনিঃসন্ত গীতধৰনি শুনিলেন। এবার সে ধৰনি পরিকার ও সপ্তস্বরমিলিত, বোধ হইল যেন সেই অনন্ত পৰ্ব্বতরাশিকে আকুল করিয়া সে খেদনিঃসত গীত ধীরে ধীরে নৈশ গগনে উত্থিত সুশীলা লাল সেই সল গৈ দল আমরা বঙ্গভাষায় অনুবাদ p Rసెళి