পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रटभश्न ब्रळनाबलौ গহবরে লুকাইতেন। রাজপরিবার তাপসের ক্লেশ তুচ্ছ করিতেন, শীতে, গ্রীমে, ঘোর বর্ষায় পব্বত ভিন্ন অন্য আশ্রয় পাইতেন না, কখন কখন ক্ষেত্রের দাবা ভিন্ন অন্য খাদ্য পাইতেন না। এ কট সহ্য করিয়া প্রতাপ রণে ভঙ্গ দিলেন না, মেওয়ার বিজয় হইল না ! প্রতাপসিংহের এ বীরত্বকথা দিল্লীতে শ্রত হইল, সমগ্র ভারতবর্ষে শ্রত হইল। কি হিন্দ, কি মসলমান, সকলে জয় জয় রব করিতে লাগিলেন, যাঁহারা প্রতাপসিংহের সহিত ষদ্ধ করিতেছিলেন, তাঁহারাও শত্রর বীরত্ব দেখিয়া সাধুবাদ না দিয়া ক্ষান্ত থাকিতে পারেন নাই! মহানুভব আকবর এই ক্ষত্রিয়ের বীরত্বকথা শুনিয়া চমৎকৃত হইলেন, সমাটের পারিষদবগ চমৎকৃত হইলেন। দিল্লীর মণিমাণিক্যবিভূষিত উন্নত সিংহাসনে দরিদ্র গহবরবাসী প্রতাপসিংহের সাধুবাদ হইতে লাগিল, সমগ্র ভারতবষে জয় জয় শব্দ হইল! প্রতাপসিংহের বীরত্ব আলোচনা করিলে প্রাচীন ভারতবর্ষের কথা মনে হয়, মহাভারতের বীরদিগের কথা মনে পড়ে। প্রতাপসিংহ সপ্তরথীর সহিত ধদ্ধে করেন নাই, সপ্তকোটী লোকের অধীশ্বর আকবরশাহের সহিত যঝিয়াছিলেন । তিনি এক দিবস যুদ্ধ করেন নাই, পঞ্চবিংশ বৎসর পয্যন্ত দেশরক্ষা ও স্বাধীনতারক্ষা করিয়াছিলেন। পঞ্চবিংশ বৎসর যুদ্ধের পর জীবন দান করিলেন, স্বাধীনতা দান করেন নাই। প্রতাপসিংহের বীরত্বকথা উপন্যাস অপেক্ষা বিস্ময়কর, কিন্তু উপন্যাস নহে। বিশ্বাস না হয়, নিম্নলিখিত কবিতাটী পাঠ কর। উহা আমাদিগের অসার লেখনী নিঃসন্ত নহে, প্রতাপসিংহের পরম শত্র আকবরশাহের রাজসভার প্রধান সভাসদ খানখানান সেই দরিদ্র হিন্দদিগকে উপলক্ষ করিয়া উহা লিখিয়াছেন । थान्थानाट्नब्र कविऊा “জগতে সমস্তই ক্ষণস্থায়ী, “ভূমি ও সম্পত্তি নস্ট হইবে, "কেবল মহৎ নামের গৌরব নস্ট হয় না। “প্ৰতাপ ভূমি ও সম্পত্তি বিসর্জন দিয়াছেন, “প্রতাপ মস্তক নত করেন নাই, “ভারতবর্ষের রাজাদিগের মধ্যে তিনিই “একাকী সবজাতির নাম রাখিয়াছেন!" একবিংশ পরিচ্ছেদ ঃ অপরিচিতা কা স্বিদ অবগঠেনবতী : ■ —অভিজ্ঞানশকুন্তলম । দিনে দিনে, মাসে মাসে, বৎসরে বৎসরে এইরুপ ভীষণ যুদ্ধ হইতে লাগিল, মেওয়ারের আকাশ মেঘচ্ছায়ায় আরও আবত হইতে লাগিল। শত্রগণ পঙ্গপালের ন্যায় নগর, গ্রাম ও পবিতউপত্যকা আচ্ছাদিত করিল, সমুদয় দগে একে একে হস্তগত করিল। কিন্তু কদরবাসী প্রতাপসিংহ রণে ভঙ্গ দিলেন না, মেওয়ার বিজয় হইল না। একদা সমস্ত দিন সংগ্রাম হইল। অসংখ্য মোগলসৈন্য প্রতাপকে চারিদিকে কেটন করিয়াছে, প্রতাপসিংহ কখন আনায়বেটিত সিংহের ন্যায় যুদ্ধদান করিতেছেন, কখন বা পন্বত হইতে হইতে শত্রকে আক্রমণ করিতেছেন। সমস্ত দিবস এইরুপ যুদ্ধ হইল, রজনীর আগমনেও সে বিষম যুদ্ধ ক্ষান্ত হইল না। রজনী দ্বিপ্রহরের পর বনের অন্ধকারের ভিতর দিয়া কতকগুলি ভীল অতি সতকতার সহিত একটী কাঠাধার লইয়া পৰ্ব্বতে আরোহণ করিতেছিল। রজনীর অন্ধকারে মনষ্যে মনুষ্যকে দেখিতে পায় না, সেই দভেদ্য অন্ধকারে ভীমচাঁদের ভীলগণ ঝোপের ভিতর দিয়া সেই । আধার ভীমচাঁদের পালে আনিতেছিল। আকাশে তারা নাই, জগতে আলোক নাই, ভীল ভিন্ন ఫిన్స్ 3