পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रास्त्रण,फ छौवन-नक्का আর কেহ সেই অন্ধকার রজনীতে সে জঙ্গলাচ্ছাদিত পন্বতপথ দিয়া আসিতে পারিত না। ভৗলদিগের পদশব্দ শ্রত হইতেছে না, নিশ্বাস শব্দ শ্রত হইতেছে না, নিঃশব্দে সেই আধার পালের ভিতর প্রবেশ করিল। সেই পালের ভিতর একটী পর্বতগহবর ছিল, পাঠক তাহা दुं विाचन। আধার সেই গহবরে প্রবেশ করিল, ভৗলগণ তথায় আধার রাখিয়া আদশ্য | সেই অন্ধকারময় নিশীথে সেই ভালবাহিত আধারে পাঠকের পবে পরিচিতা পাপকুমারী গহবরে আনীতা হইলেন। এ অনন্ত যুদ্ধে সষ্যেমহলে রাণীদিগেরও স্থান নাই, সতরাং দতজয়সিংহের পরিবার পবেই অন্য দাগে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। অদ্য কোন অপরিচিত যোদ্ধার আদেশে পাপ সয"মহল হইতে এই গহবরে আনীতা হইলেন। গহবরের ভিতরে একটী দীপ জনলিতেছিল। সেই দীপালোকে পাপ বিস্মিতা হইয়া দেখিলেন, তথায় আর একজন গরীয়সী রাজপতরমণী উপবিটা রহিয়াছেন। রমণীর শরীর উন্নত, পরিস্কার ললাটে একটী হীরকখন্ড জনলিতেছে, নয়ন হইতে নিৰ্ম্মল উজ্জবল জ্যোতিঃ বাহির হইতেছে, কণ্ঠে একটী মুক্তাহার লবিত রহিয়াছে। উন্নত অবয়ব ও জ্যোতিময় মুখমণ্ডল দেখিলে রমণীকে উন্নতকুলসম্ভবা বলিয়া বোধ হয়, তথাপি পরিশ্রম বা ক্লেশ বা চিস্তায় সে বিশাল নয়ন আজি কালিমাবেটিত, সে সন্দের ললাট আজি ঈষৎ রেখায় অঙ্কিত। গরীয়সী বামার বয়ঃক্রম চত্বরিংশং বৎসর হইবে, তিনি পাঠকের অপরিচিতা, কিন্তু মেওয়ারে তিনি অপরিচিতা ছিলেন না। সযর্গমহল ত্যাগ করিয়া অবধি পাপ অন্য নারীর মুখ দেখেন নাই, অন্য নারীর সহিত কথাবাত্তা কহেন নাই ৷ ভীলদিগের আবাসে আসিয়া পতপ চকিত হইয়াছিলেন, ভৗলদিগের গহবরে আসিয়া ভীত হইয়াছিলেন ! ক্ৰমে সেই গহবরে স্তিমিত দীপালোকে যখন আর একজন রাজপত রমণীকে দেখিতে পাইলেন, যখন তাঁহার উক্তজবল রপেলাবণ্য এবং মুখের কমনীয়তা ও মধরতা দেখিতে পাইলেন, তখন পাপের হৃদয়ে আশার সঞ্চার হইল। পাপ ধীরে ধীরে অপরিচিত রমণীর নিকট আসিয়া তাঁহার চরণ দুইটী ধরিয়া প্ৰণিপাত করিয়া কহিলেন-দেবি ! আমি কোথায় আসিয়াছি জানি না, কাহাকে আমার সম্মুখে দেখিতেছি জানি না। বোধ হর আপনি কোন উন্নতবংশীয়া রমণী হইবেন, বোধ হয় এই যুদ্ধের সময় বিপদে পড়িয়া এই গহবরে আশ্রয় লইয়াছেন, বোধ হয় আমার প্রতি দয়া করিয়া আমাকেও এই নিরাপদ স্থানে আনাইয়াছেন। আপনি যিনিই হউন, আমি আপনার শরণাপন্না হইলাম। আমাকে আশ্রয় দান করন—পাপকুমারী আশ্রয়হীনা ও অভাগিনী। পাপকুমারীর করণস্বর ও নয়নজল দেখিয়া অপরিচিত রমণী বাৎসল্যের সহিত তাহার হাত ধরিয়া উঠাইয়া অনেক আশ্বাস দিয়া কহিলেন,—মা পক্ষেপ, আদ্য তোমারও যে অবস্থা, আমারও সেই অবস্থা। এ গহবর ভীলদিগের, ভীলগণ বিপদের সময় আমাদের আশ্রয় দান করিয়াছে। একজন রাজপত যোদ্ধাও এই স্থানে বাস করেন, তিনিও আমাদিগের রক্ষায় যত্নবান হইয়াছেন। তিনিই আমাকে শত্র-হস্ত হইতে নিরাপদে রাখিবার জন্য কয়েকদিন হইল এই স্থানে আনিয়াছেন, তিনিই তোমাকেও নিরাপদে রাখিবার জন্য অদ্য এই স্থানে আনাইয়াছেন। যদি ইচ্ছা কর, তুমি আমারই নিকটে থাকিও, আমার পত্রকন্যা যদি নিরাপদে থাকে, তুমিও নিরাপদে থাকিবে, ইহার অধিক আশ্বাস দিতে পারি না। _ এ বাৎসল্যপণে স্নেহের কথাগুলি কাহার ? পাপ অনেক দিন হইতে এরপে স্নেহের কথা শনে নাই, বহুদিন পর স্নেহবাক্য শুনিয়া পাপের হৃদয় দ্রবীভূত হইল। নিঃশব্দে দরবিগলিত ধারায় পপ রোদন করিতে লাগিল, দরবিগলিত ধারায় অপরিচিতার পদযুগল সিক্ত করিয়া তাঁহার আশ্রয় গ্রহণ করিল। অপরিচিতা অধিকতর অনকেপার সহিত পক্ষেপকে আশ্বাস দান করিলেন ও কহিলেন,— শাস্ত হও, আমার স্বামী মেওয়ারে অপরিচিত নহেন, এই ভীষণ যন্ধের অস্তে বোধ হয় তিনি তোমাকে সহায়তা করিতে পারিবেন। 을