পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

இம் ** - 1; i. 3' বালিকা। শুনিয়াছি, দন্জেীরসিংহের সহিত কোন একটী মেয়ের বিবাহ স্থির হইয়াছিল, এমন সময়ে তুকীরা সয"মহল অধিকার করিল, আর— তেজসিংহ। আর কি ? বালিকা। কিছ নয়। তেজসিংহ। আর কি বল, না হইলে প্রহার করিব। বালিকা। আর সেই কন্যা সেই দাগ হইতে পলাইবার আগে নাকি বরকে অঙ্গরীয় দান করিয়াছিল। তেজসিংহের নয়ন অগ্নির ন্যায় জনলিয়া উঠিল। কিন্তু তিনি রাগ সবরণ করিয়া কহিলেন, —তুই বন্য অসভ্য ভৗল, তোর উপর রাগ করিয়া কি করিব ? সন্মখ হইতে দর হ! সজোরে বালিকাকে ঠেলিয়া হ্রদের জলে ফেলিয়া দিলেন। বালিকা খিল খিল করিয়া হাসিয়া সস্তরণ করিয়া হ্রদ পার হইল। অপর পাশ্বে সিক্তকেশে নে এক স্থা লিণ্ডে দল সে সব আল ধতি করিয়া গীত গাইতে i– আর শনেছ আর শনেছ নতন কথা কই, পাপের হইবে বিয়ে আনতে যাই গো খই। ধেয়ে এল বায়রোজ, গায়ে পরিমল সাজ, অলির মাথায় পড়ে বাজ, শনলে কিনা সই! তেজসিংহ উঠিলেন। দটো বালিকার অলীক কথায় তেজসিংহের হৃদয়ও বিচলিত হইয়াছিল। তাহার কারণ, তিনি নানাস্থানে জনপ্রবাদ শুনিয়াছিলেন, পাপকুমারী দতজয়সিংহকে বিবাহ করিতে স্বীকৃত হইয়াছেন, সে প্রবাদ ভালবালিকার সল্ট, তাহা তিনি জানিতেন না। এ কথা এতদিন বিশ্বাস করেন নাই, পাপকুমারীর সত্যে সন্দেহ করেন নাই, যুদ্ধের সময় পাপকে কোনও কথা জিজ্ঞাসার অবসর পান নাই। কিন্তু অদ্য ভীলকন্যার কথায় সন্দেহ জাগরিত হইল, সে সন্দেহ ক্রমে হৃদয়কে অভিভূত করিতে লাগিল। অন্ধকারে সেই পৰ্বত-পথ দিয়া গমন করিতে লাগিলেন। ভালবালার গীত এখনও তাঁহার কণে শদিত হইতেছিল, তাঁহার মন অসুস্থ ও বিচলিত। বালিকা মিথ্যাকথা বলিবে কি জন্য ? তবে কি পাপ যথার্থই দুজায়সিংহের অনুরক্তা হইয়াছেন, দত্তেজয়সিংহকে অঙ্গরীয় দান করিয়াছেন, তেজসিংহকে ভুলিয়াছেন ? তেজসিংহের হৃৎকম্প হইল । আবার তিনি পাপের পাপবিনিন্দিত মনখখানি চিন্তা করিতে লাগিলেন। সেই লান নয়ন, ঈষস্তিন্ন ওঠেদ্বয়, শাস্ত ললাট ও সরল কথাগুলি সমরণ করিতে লাগিলেন। পপ কখন, কখন, কখনও সত্য লঙ্ঘন করিবে না, তেজসিংহ কেন আশঙ্কা করিতেছে ? আবার ক্ষুদ্র ক্ষুদ্র নানা বিষয় মনে জাগরিত হইতে লাগিল, হৃদয় বিচলিত হইতে লাগিল, সন্দেহ বদ্ধি পাইতে লাগিল, হৃদয় উদ্বিগ্ন ও বিপৰ্য্যস্ত হইতে লাগিল। পৰ্বতের কুক্তঝটিকা যেমন ধীরে ধীরে উত্থিত হইতে থাকে, ক্রমে বহৎ রূপ ধারণ করে, উন্নত স্থির পর্বতকে আবত করে, গগনের সয্যে ও প্রকৃতির প্রসন্ন মুখচ্ছবি আবত করে, অবশেষে দীঘবিলম্বী মেঘরাপ ধারণ করিয়া জগৎ কলষেময় ও গভীর অন্ধকারময় করে সেইরাপ সন্দেহ-মেঘ ধীরে ধীরে বৃদ্ধি পাইয়া আদ্য তেজসিংহের প্রসন্ন উদার হৃদয়কে আবত করিল। হৃদয়ের সে অন্ধকার দাভেদ্য, সন্দের পরিকার ধীশক্তির আলোক তাহাতে বিলীন হইয়া গেল। खेप्टेनशि१श्र •ाब्रिटझम 5 जज्रा श्राक्षन সা সন্ন্যস্তাভরণমবলা পেশলং ধারয়ন্তী। শয্যাৎসঙ্গে নিহিতমসকৃদঃখদঃখেন গামে ॥ —মেঘদতম । দ্বিপ্রহর রজনীতে চন্দ্রকরোজবল প্পোদ্যানে পাঠক পাপকুমারীকে একবার দেখিয়াছেন, কিন্তু সেদিন চারণদের তথায় উপস্থিত ছিলেন, সতরাং পাপকুমারী পরিচয় দান করেন নাই। ఉ8