পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংসার কালী। এই পাঁচ সাত দিন হল এসেছি, এতদিন কাজের ঝনঝটে আসতে পারিনি, আজ একবার মেজো খড়ীকে অনেক করে বলে কয়ে এলেম। ভাল নেই। বিন্দর। কেন, কারও ব্যারাম হয়েছে নাকি ? কালী। বাবরে বড় ব্যারাম, তারই চিকিৎসার জন্যে আমরা কলকেতায় এসেছি। বদ্ধমানে এত চিকিৎসা করালেন, কিছুই হল না, এখন কলকেতায় ইংরাজ ডাক্তার দেখছেন, ভগবানের যা ইচ্ছে। এই বলিয়া কালীতারা রোদন করিতে লাগিলেন। বিন্দর। সে কি ? কি ব্যারাম ? தி কালী। জর আর আমাশা। সে জরও ছাড়ে না, সে আমাশাও বন্ধ হয় না, আহা ! তাঁর eee iBB BD uiB eB BDD Be Be গলেন । বিন্দর। তা কাঁদ কেন বোন, কদিলে আর কি হবে বল! এখন ভাল করে চিকিৎসা করাও । ব্যারাম হয়েছে, ভাল হয়ে যাবে। তা কবিরাজ দেখাচ্ছে না কেন ? প্রাণ জর আর আমাশায় কবিরাজ যেমন চিকিৎসা করে, ইংরেজ ডাক্তার তেমন কি পারে ? কালী। কবিরাজ দেখাতে কি বাকি রেখেছে বিন্দরদিদি, কবিরাজ হার মেনেছে, তবে ইংরেজ ডাক্তার ডেকেছে। বদ্ধমানে তিন মাস থেকে ভাল ভাল কবিরাজ দেখান হয়েছে, কলকেতা থেকে ভাল ভাল কবিরাজ গিয়েছিল, কিছু করতে পারলে না। বিন্দর। তবে দেখ বোন, ইংরেজী চিকিৎসায় কি হয়। তোমরা আছ কোথায় ? কালী। কালীঘাটে একটী বাড়ী নিয়েছি, ঠিক আদিগঙ্গার কিনারায়। বিন্দ। কালীঘাটে কেন ? এই বষাকালে কালীঘাটে শুনেছি অনেক ব্যারাম হচ্চে, সেখানে না থেকে একটা ফাঁকা জায়গায় রইলে না কেন ? কালী। তাও কি হয় দিদি ? ওরা কলকেতায় আসতে চান না, বলেন এখানে বাছবিচার নেই, এখানে জাত থাকে না । শেষে কত করে কালীঘাটের একজন পান্ডাকে দিয়ে একটী বাড়ী ঠিক করে তবে আমরা এলেম। রোজ আদিগঙ্গায় আমাদের স্নান হয়, রোজ পজো দেওয়া হয়। আমার কি আছে বিন্দরদিদি, আমার রপোর গোট ছড়াটী বেচে জোড়া পঠিা দেব মেনেছি। আহা ঠাকুর যদি রক্ষা করেন, বাবকে যদি এ যাত্রা বাঁচান, তবেই আমরা বাঁচলেম, নৈলে আমাদের এত বড় সংসার ছারখার হয়ে যাবে। আমাদের মান বল, ধন বল, বিষয় বল, খ্যাতি বল, কুলের গৌরব বল, বাবরে হাতেই সব ; তিনিই সকলের মাথা, তিনি একাই সব করছেন কমাচ্ছেন, তিনিই সব চালিয়ে নিচ্ছেন। তিনি না থাকলে কে আছে বল ? ভগবান! এ কাঙ্গালিনীকে চির হতভাগিনী করো না। আজীবন যে স্বামীর প্রণয়সখ কখনও ভোগ করে নাই, প্রণয়সখে কাহাকে বলে জানিত না, আজি সে স্বামী-বিয়োগ-চিন্তার যাতনায় ধলোয় লুণ্ঠিত হইল! বিন্দ কালীকে অনেক করিয়া সান্থনা করিলেন। বলিলেন, “ভয় কি বোন, চিকিৎসা হচ্ছে তবে আর ভয় কি ? আমাদের বাব আছেন, তোমার ভাই শরৎবাব আছেন, সকলে দেখবে শনবে, পীড়া শীঘ্ন আরাম হবে। এই সন্ধার এমন ব্যারাম হয়েছিল, শরৎবাব কত যত্ন করলেন, খাওয়া ঘুম ছেড়ে সেবা করলেন, তাই রক্ষা, না হলে কি সধা বাঁচত ? কালী। বিন্দ দিদি, শরৎ রোজ এখানে আসে ? বিন্দ। আগে আসত বোন, এখন তার পরীক্ষা কাছে, তাই আসতে পারে না; বাবাই বঝি তাকে একটা ভাল করে লেখাপড়া করতে বলেছেন; প্রায় একমাস অবধি আসেনি। কালী। বিন্দ-দিদি, মধ্যে মধ্যে তাকে আসতে বলো, এখানে মধ্যে মধ্যে এসে গল্পসল্প করলে থাকবে ভাল, আহা দিনরাত পড়ে শরতের চেহারা কালী হয়ে গেছে, চক্ষ বসে গেছে। কাল সে এসেছিল, হঠাৎ চেনা যায় না। বিন্দ। সে কি কালী, তা ত আমরা কিছ জানি না। এখানে যখন আসত, তখন বেশ চেহারা ছিল, এর মধ্যে এমন হয়ে গেছে ? এমন করেও পড়ে ? না হয় পরীক্ষা নাই হল, তা বলে কি পড়ে ব্যারাম করবে ? আমি বাবকে বলব এখন, শরৎবাবকে একদিন ডেকে আনবেন, মধ্যে মধ্যে শনিবার কি রবিবায় এখানেই না হয় থাকলো। లిసి పె