পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমেশ রচনাবলী যত ছোটলোক পাড়াগাঁ থেকে এসে কায়েত বলে পরিচয় দেয়, অমনি কায়েত হয়ে যায়। ওদের চোন্দ পরষে কেউ কায়েতের সঙ্গে ক্রিয়াকম করেছে, না কায়েতের মান রাখতে জানে ? ওদের সঙ্গে আবার খাওয়াদাওয়া ! মিনষের ঘটে ত বৃদ্ধি নেই, তাই ওদের সঙ্গে চলাফেরা করে। দেব এখন আজ মিনষেকে দকথা শুনিয়ে, আপনার মানমৰ্য্যাদা জানে না, ভারি হোঁসে কম হয়েছে, যার তার সঙ্গে চলাফেরা করে। ওগো, আমি তখনই বুঝেছি গো, তখনই বুঝেছি, যখন ভবানীপুরে এসে আমাদের সঙ্গে দেখা করতে বার হয় না, ডেকে পাঠাতে হয়, তখনই বুঝেছি কেমন কায়েত। আর সেই অবধি আর আসা হয়নি, জাঁক কত, ঐ বিধবা ছড়ীটাকে আবার পাড়ওলা কাপড় পরান হয়, কত আদর করা হয়। তা হবে না ? এ সব হবে না ? যেমন জাত, তেমনি আচরণ, হাড়ী মচোঁদের ঘরে আর কি হবে ? ঐ যে মনচুনমানদের বিধবার নিকে হয় না ? এ তাই লো তাই । শ্যামীর মা ! (গহিণীর ব্যথার জন্য বনকে ও হাতে ঘন ঘন তৈল মদন করিতে করিতে) তা না ত কি বোন, ওরা আবার কায়েত ! কায়েত হলে বিধবাটাকে আমনি করে রাখে ! ও মা, ঐ ছড়ীটা আবার একাদশীর দিন জলটল খায়, গায়ে তেল মাখে, মাছ না হলে ভাত খাওয়া হয় না, ছিঃ! ছিঃ! ছি! এই আজ একাদশী, কেউ বলকে দেখি যে সকাল থেকে একটা জল গ্রহণ করেছি। বামীর মা। (গহিণীর চুলে তেল মাখাইতে মাখাইতে) আবার সদর তাই ? আবার গাড়ী করে ঐ ছড়ীটাকে বেড়াতে নিয়ে যাওয়া হয়, শরৎবাব আবার ওটাকে রোজ রোজ দেখতে আসে ! ছিঃ! ছি:! লাজার কথা । গহিণী। অমন মেয়েকেও ধিক ! মেয়ের মাকেও ধিক । অমন মেয়ে কি গৰ্ভে ধারণ করে । অমন মেয়ে জন্মালে মুখে নতুন দিয়ে মেরে ফেলতে হয়। বিধবা হয়েছে তব লজা নেই, মাথার কাপড় খালে শরতের সঙ্গে ছাদে বেড়ান হয়, শরতের জন্যে মিছরীর পানা করে পাঠান হয়। তা শরৎবাবরে কি দোষ বল ? পরিষের মন বৈ ত নয়, তাতে আবার বিয়ে থা হয়নি, দুটো বোনে অমন করে ছেলেমানষেকে ভোলালে সে আর ভুলবে না ? অমন মেয়ের মুখ দেখতে আছে ? ঝে’টা মার, ঝে’টা মার! এইরুপে গহিণী ও তাঁহার সঙ্গিনীদিগের সমিস্ট কন্ঠধৰনি ক্রমে সপ্তমে চড়িতে লাগিল, বিন্দরে মা, বিন্দর বাপ, বিন্দর চতুদশ পরিষে অবধি যাবতীয় পরষত্রীর বিশেষ স্তুতিবাদ করা হইল, রোষে গহিণীর বকের ব্যথাটা বড়ই বাড়িল, ঘন ঘন কবিরাজ আসিতে লাগিল, সন্ধ্যার সময় বাব আপিস হইতে আসিয়া গৃহিণীর পীড়া দেখিতে আসিয়া যেরপে মধরে আলাপ শ্রবণ করিলেন, মনুষ্য-ভাগ্যে সেরাপ কদাচ ঘটে। Sei BBB BB BBB BBB BB BBB ee Tাগল । প্রথমা। কি লো, কি হয়েছে, অত চে'চামেচি কেন ? দ্বিতীয়া। ও লো, তা শুনিসনি, তবে শুনেছিস কি ? প্রথমা। ও লো, কি লো কি ? দ্বিতীয়া। ও লো, ঐ যে হেম বলে পাড়াগাঁ থেকে এসেছে, সেই তার সত্ৰী আর শ্যালী মুকুল দি এনাল অংশ মাল নাকি কি আর বা বােন স্থা য় হবে । তৃতীয়া। দীর পোড়াকপালী! তাও কি হয় লো, বিধবার আবার বিয়ে হয় ? দ্বিতীয়া। তা হবে না কেন, ঐ যে বিদ্যাসাগর বলে বড় পণ্ডিত আছে, ঐ যার সীতার বনবাস তুই সেদিন পড়ছিলি, ঐ সেই নাকি বলেছে বিধবার বিয়ে হয়। সে নাকি কয়েকজন বিধবার বিয়ে দিয়েছে। চতুর্থা। সে ত বড় রসের সাগর লো, বিধবার আবার বিয়ে দেয় ? তা বিধবা যদি বড়ী হয় তবুও বিয়ে হয় ? দ্বিতীয়া । তা হবে না কেন, ইচ্ছে করলেই হয়। চতুর্থা। তবে শ্যামীর মা আর বামীর মা কি দোষ করেছেন, চুরি করে দধেটকু খান, মাছটকু খান; তা বিদ্যাসাগরকে বলে বিয়ে করলেই হয়, আর কিছ লকোতেচুরোতে হয় না। 8 OO