পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रटप्रश्न ब्रफ़नाबलौ দ্বাবিংশ পরিচ্ছেদ ঃ খিড়কীর পকুরে খোসগল্প কলিকাতায় যখন এই সমস্ত আয়োজন হইতেছিল, সে সময়ে সনাতনবাটীতে অনেক ঘটনা - হইয়া গিয়াছিল। কাহার নিকট সে সমস্ত ঘটনার সংবাদ পাইব, কে আমাদের সে সমস্ত কথা জানাইবে ? দুঃখের বিষয় সনাতনবাটীতে সংবাদপত্রও নাই, সংবাদদাতাও নাই। অগত্যা আমরা আর একবার জমিদার-বাড়ীর খিড়কীর পকূরে যাই—তথায় প্রত্যহই গ্রামের সংবাদের রটনা হয়, এবং গ্রামস্থ লোকদিগের চরিত্রের সংক্ষিপ্ত সমালোচনা প্রকাশিত হয়! প্রাতঃকালে সষ্যে না উঠিতে উঠিতেই আমাদের পর্বে পরিচিতা নবীনার দল মধর কম কম শব্দে ঘাট প্রতিধ্বনিত করিলেন, রপে ঘাট আলো করিলেন ! সন্দেরী, রসিকা, ফুলকুমারী কাঁকাল হইতে কলস নামাইয়া একটা মচকে হাসিয়া যাত্রার ছড়া কাটিতে আরম্ভ “ও লো, রাজবাড়ীতে কেমন কেমন কথা শনতে পাই, ভস্মমাখা জটাধারণী,—নাকি হবে নাতজামাই!” বসন্তকুমারী। কে লো, কে জামাই হবে ? তোর যে আজ বড় রঙ্গ দেখছি! বলে,— “মালিনী তোর রঙ্গ দেখে অঙ্গ জন্বলে যায়!” ফুলকুমারী। আমার আবার রঙ্গ কি ? যার রঙ্গ করবার সময় হয়েছে, সে রঙ্গ করবে। কুসুমকুমারী। সে কে লো? ভেঙ্গেই বল না, অত ঠেকার কিসের ? ফুলকুমারী। আমার আবার ঠেকার কিসের লা ? যার ঠেকার হবার, তার ঠেকার দেখগে যা । হেমকুমারী। বুঝেছি, বুঝেছি! তাই বুঝি বিদ্যাসন্দরের ছড়া কাটছিলি ? তা কথাটা কি সত্য নাকি ? আমাদের বিদ্যাঠাকরণ সত্য বৈষ্ণবী হয়ে বেরিয়ে যাবে না কি ? বলে,— “পান চিরতে জান না ধান! শিখতে হবে সিদ্ধি ঘোঁটা!" স্বর্ণকুমারী। আর “বিদ্যা” “বিদ্যা” করে ঢাকলে কি হবে ? আগন কি আর ছাই দিয়ে ঢাকা যায় ? না আমাদের যোগমায়ার আচরণের কথা মুখে কাপড় দিয়া বন্ধ রাখা যায় ? হেমকুমারী। ও লো, নামটাম করিসনি লো—শনতে পেলে এখনই মহা কুলক্ষেত্র লাগিয়ে দেবে। স্বর্ণকুমারী। কিসের কুলক্ষেত্র ? আর সেদিন সন্ধ্যার সময় সন্ন্যাসী ঠাকুর মাথা ধরিয়াছে বলিয়া শইলেন, আর যোগমায়াদিদি ঘোমটা দিয়ে পাশে দাঁড়াইয়া পাখা করিতে লাগিলেন,— তা কি কেউ দেখে নাই ? আমরা কি চোখে ঠলি বেধে ছিলাম ? বসন্তকুমারী। সত্য নাকি লো ? সত্য ? ফলকুমারী। সত্য নয় ত কি? আর যোগমায়াদিদি সন্ন্যাসী ঠাকুরের জন্য বাতাসা ভিজিয়ে রাখেন, পানফল ছাড়িয়ে রাখেন,-তুই দেখছিস কি ? সন্ন্যাসীর ঘরের লক্ষয়ী হয়েছেন—কবে মালা বদল করিয়া গেরয়া-বসন পরিয়া সন্ন্যাসিনী হইয়া বাহির হয় দেখ! হেমকুমারী। না লো না, যোগমায়াদিদি আবার গেরয়া-বসন পরবে ! তোরা তবে সব দেখিসনি বুঝি ? সকলে। কি ? কি ? কি ? হেমকুমারী। সব চোখ বাজিয়ে থাকবি ত দেখবি কি ? আমি সেদিন সন্ধ্যার সময় যোগমায়াদিদির ঘরে উকি মেরে দেখি, ওমা! দেখি না, দড়ীতে একখানি নতন কালাপেড়ে সাড়ী বলেছে ! ওমা, আমি ত দেখে অবাক! আজ তিরিশ বছর বিধবা হয়েছে, থানকাপড় পরেছে, এখন কিনা পাড়ওলা কাপড় পরিবার সাধ হইয়াছে ? ওমা, কোথা যাব মা ! যোগমায়াদিদির মনে এত ছিল ? স্বর্ণকুমারী। আরও কত দেখবি লো, আরও কত শনবি! তোরা কাণে তলা দিয়া থাকিস তা সব কথা শনবি কোথা থেকে ? সব কথা ত শনিস নি। সকলে। কি, কি, বল না বর্ণদিদি ? இ. স্বর্ণকুমারী। বলি ঐ যে বেণেবোঁ আমাদের বাড়ীতে আসে না ? তাকে জিজ্ঞাসা করিস। '3 : یحیی گ