পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৫২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्लट्ध* ब्रफ़नाबजाँ জমিদার-গহ আজি নন্তন সংস্কার প্রাপ্ত হইয়া, নিশান ও পতাকায় আচ্ছাদিত হইয়াছে; গ্রামে, বাজারে, হাটে, দোকানে লোকে আজি সেই বিবাহের কথা কহিতেছে; মেয়েমহলে আজি বড় রঙ্গের কথা গড়াইতেছে! বিবাহের দিন প্রাতঃকালে যখন সত্য উদয় হইল, তখন সনাতনবাটী লোকে লোকারণ্য, তোরণ ও পতাকায় উক্তজবল, বিবাহের বাদারবে ও মনুষ্য-কোলাহলে পরিপািণ ৷ এবং নবজাত সৰ্য্যোলোক এবং হৃদয়ের আনন্দালোকে স্নাত ! সন্ধ্যার সময় বর বাহির হইল। সনাতনবাটী হইতে তালপুকুর পয্যন্ত যে পথ গিয়াছে, সে পথ আজি দীপালোকে সমতজবল। সহস্ৰ মশালধারী সেই পথে দিবালোক বর্ষণ করিতেছে, দশসহস্র পল্লীগ্রামনিবাসী সেই পথে দণ্ডায়মান হইয়া তাহাদিগের নবজমিদার ও জমিদারপত্রকে দেখিতে আসিয়াছে। সেই ভিড়ের মধ্য দিয়া বাদ্যকরেরা রণবাদ্য বাজাইয়া অগ্রসর হইল ; মশালধারিগণ সারি সারি মশালের আলোক বষণ করিতে লাগিল; এবং তাহার মধ্যে কখন কখন গন্ধকের আলোক, বা রক্ত বা পীত বা হরিদ্বণ আলোক নয়ন ঝলসিত করিল। বহ বন্ধ বেষ্টিত হইয়া দীঘকায় তেজঃপণে রমণীকান্ত পদব্রজে চলিতেছেন, এবং তাঁহার পশ্চাতে রৌপ্য-বিমণ্ডিত শিবিকায় কাত্তিকেয়তুল্য সৌন্দৰ্য্য ও বীৰ্য্যসম্পন্ন দেবীপ্রসাদ দশন দিলেন । সহস্ৰ সহস্ৰ পল্লীগ্রামনিবাসিগণ যখন নবজমিদারের দশন পাইল, যখন বিবাহবেশে নবীন জমিদারপত্রকে দেখিতে পাইল, তখন তাহারা হৃদয়ের উল্লাসে জয় জয় নাদ উচ্চারণ করিয়া মেদিনী ও নৈশ আকাশ কম্পিত করিল ! I এদিকে দরিদ্র বিন্দবাসিনীর ক্ষুদ্র কুটীরও লোকে আজি পরিপর্ণ। বিন্দবাসিনী দরিদ্র, বিন্দবাসিনীকে লোকে একঘরে করিয়াছে, সুতরাং সচরাচর তাঁহার ক্ষুদ্র কুটীরে অধিক লোকের সমাগম ছিল না। কিন্তু আজি দেশের জমিদারের একমাত্র পত্রের সহিত তাঁহার কন্যার বিবাহ সতরাং দেশের মেয়ে আজ বিন্দর বাড়ী ছাইয়া ফেলিয়াছে। বহর পরাতন বন্ধগণ এতদিন পর তাঁহাদের সমরণ করলেন, জ্ঞাতি কুটুম্বকগণ এতদিন পর সুশীলার তত্ত্বতল্লাস করিলেন, এই | আয়ন্বৌদ্ধনকামনায় বস্ত্র ও মিস্টান্ন পাঠাইলেন। প্রাতঃকালের সয্যেরশিমতে যেমন নানা বক্ষ হইতে শত শত পক্ষী আসিয়া গগন ছাইয়া ফেলে,—বিন্দবোসিনীর সৌভাগ্যদিনের উদয়ে জ্ঞাতি । কুট বগণ সেইরাপ চারিদিক হইতে আসিয়া দরিদ্রের ক্ষুদ্র কুটীর ছাইয়া ফেলিলেন। সে মেয়েমহলের মধ্যে আজি সন্ধাহাসিনীর ন্যায় কে প্রফুল্লা, কে রসিকা, কে সানন্দহদয়া ? সন্ধার বিবাহের সময়ে অনেকে যাহার-পর-নাই নিন্দা করিয়াছিলেন, অপবাদ দিয়াছিলেন, সন্ধাকে । Bu BBDBBuB BBBB BDDDD Du BB BBBBB Bu ಫ್ಲೀ! কত মিস্ট কথা কহিতেছেন, সুধাকে তুস্ট করিতে কত যত্ন করিতেছেন! সন্ধার সরল ও পণ"-হৃদয়ে রোষের লেশ মাত্র নাই—যাহারা তাঁহাকে এককালে নিন্দা করিয়াছিলেন, সন্ধ তাঁহাদিগকে ভগিনীর ন্যায় সম্ভাষণ করিতেছেন, যাঁহারা তাঁহাকে ব্যভিচারিণী বলিয়া সমাজ হইতে বহিস্কৃত করিয়াছিলেন, সন্ধা আজি তাঁহাদিগের হাত ধরিয়া সমাদর করিতেছেন, গলা ধরিয়া মিটালাপ ও হাস্য করিতেছেন ! ক্ষমা সমাজের বন্ধনী, ক্ষমা মনতুষ্যের হৃদয়ের তোষিণী। রোষ, ঈষ্যা, অভিমান ও গম্ভব আমাদের সকলেরই আছে, এবং ইহার পরবশ হইয়া আমরা প্রত্যহ আমাদের ক্ষুদ্র সমাজে অনৈক্যসাধন করিতেছি। যাঁহারা এই সকল রিপ দমন করিয়া ক্ষমাপরবশ হইয়া শত্ৰু-মিত্রকে আলিঙ্গন করেন, সমাজে ঐক্য স্থাপন করেন, হৃদয়ে শান্তি স্থাপন করেন, তাঁহারাই প্রকৃত দেশহিতৈষী, তাঁহাদিগকে দেব বলিয়া আমি প্রণাম করি। বড় আহমাদের সহিত সন্ধা আজি সুশীলাকে সাজাইতে বসিয়াছেন,-সে শাসের সন্ধার ন্যায় কোন নবীনা পারদশিনী ? আট বৎসর প্বে সে বিধবা বালিকা দিদির ঘরে রন্ধনকাৰ্য্য করিত, বাসন মাজিত, ঘর ঝাঁট দিত, আর বিড়ালছানা লইয়া খেলা করিত, সংসার কাহাকে বলে জানিত না, প্রণয় কাহাকে বলে বুঝিত না ; আট বৎসরের মধ্যে সাধা প্রণয় বুঝিয়াছে, বিবাহের অথ" বুঝিরাছে, সংসার জানিয়াছে, নবজাত পাপের ন্যায় তাহার হৃদয়ের স্কুমার বত্তিগুলি একে একে প্রস্ফটিত হইয়াছে, সেই মনোবাত্তিগুলির সহিত যেন তাহার দেহলতা নব সৌন্দর্য্যে উক্তজবল হইয়াছে! লাবণ্যময়ী যাবতী আজি বামীর প্রেমধনে ধনবতী, স্বামীর সৌভাগ্যে ভাগ্যবতী, পত্রের স্নেহে স্নেহময়ী। সমাজ যে কোরকটা অকালে পদে দলিত করিবে $ $8