পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रटभश्च ब्रफ़नावली मथ्नञ नद्भिटक्रम ३ अब्रिछब्र AMID the jagged shadows Of mossy leafless boughs, Kneeling in the moonlight To make her gentle vows; Her slender palms together prest, And heaving sometimes on her breast; Her face resigned to bliss or bale, Her face, O! call it fair not pale, And both her eyes more bright than clear, And each about to have tear. —Coleridge. সমস্ত রাত্রি জাগরণের পর কিঞ্চিৎ আরাম লাভ করিবার জন্য বিমলা আপন শয়নভবনে গমন করিলেন। দিনের বেলা বড় অধিক নিদ্রা হইল না; যে পরিমাণে নিদ্রা হইল, তাহা সবপ্নে পরিপািণ । সেই দেবপ্রাঙ্গণ, সেই চন্দ্রালোকে মহেশ্বরগীত, সেই দেবমন্দিরে মহেশ্বরমাত্তি', তৎপাশ্বে সেই উপাসক, এই সমস্ত বিষয়ের স্বপ্ন দেখিতে লাগিলেন। জাগিয়া দেখিলেন, গহে সয্যেরশিম পতিত হইয়াছে; প্রাঙ্গণে লোকের সমাগম হইয়াছে; কলরব শনা যাইতেছে। নিশি জাগরণে বিমলার চক্ষে কালিমা পড়িয়াছে; তাঁহার স্বাভাবিক গৌর-বদন রক্তশন্য হইয়া অধিকতর গৌর হইয়াছে; কপালে, গণ্ডে, বক্ষঃস্থলে ঈষৎ ঘৰ্ম্ম হইয়াছে। বিমলা আল্লায়িত কেশ কথঞ্চিৎ বদ্ধ করিয়া গাত্ৰোখান করিলেন। সমস্ত দিন বিমলা অন্যমনস্কার ন্যায় হইয়া রহিলেন। পর্বেরাত্রির কথা তাঁহার বার বার মনে পড়িতে লাগিল। অনেক চিন্তা করিয়া কারণ বুঝিতে পারিলেন না। সেদিন রজনী এক প্রহরের সময় বিমলা উপাসনাথ গমন করিলেন। সমস্ত দিন যদিও তিনি অন্যমনস্কা হইয়া ছিলেন, উপাসনার সময় তাঁহার চিত্ত স্থিরভাব অবলম্বন করিল। প্ৰণিপাত করিয়া উপাসনা শেষ করিলেন। উঠিবামাত্র পুনরায় সেই অপরিচিত উপাসককে দেখিতে পাইলেন। তিনিও পজা সমাধা করিয়া গাত্ৰোখান করিয়াছেন। বিমলার চিত্তসংযমের ক্ষমতা ছিল, তিনি চিত্তসংযম করিলেন, ক্ষণেকমাত্র বিমলা সেই উপাসকের দিকে নিরীক্ষণ করিয়া অবনতমুখে মন্দির হইতে বাহির হইবার উদ্যম করিলেন । যবেক কিঞ্চিৎ বিস্মিত হইলেন। দই দিনই সেই পরমসুন্দরী রমণীকে দেখিতে পাইলেন, দুই দিনই সন্দেরী একদটে তাঁহার দিকে ক্ষণেকমাত্র চাহিয়াছিলেন। তাঁহার হৃদয়ে স্থির সিদ্ধান্ত এই হইল যে, এই রমণীর কিছু বিশেষ বক্তব্য আছে; কিন্তু লড়জায় অপরিচিত পরেষের সহিত কথা কহিতে পারিতেছেন না। একবার ইচ্ছা হইল নিকটে যাইয়া জিজ্ঞাসা করেন, কিন্তু অপরিচিত তরণী ভদ্রকন্যার সহিত কিরাপে বাক্যালাপ করবেন? দই দিনের বিশেষ গঢ়ে কথা অব্যক্ত থাকিবে,—বোধ হয় যে কারণে রমণী মন্দিরে আসিয়াছেন, নিম্ফল হইবে । ... ধীরে ধীরে বিমলার নিকটে যাইয়া বলিলেন,—ভদ্রে! অপরিচিত হইয়াও আপনার সহিত কথা কহিতেছি, ক্ষমা করন; কিন্তু আমার বোধ হইতেছে, আপনার কিছু বক্তব্য আছে—যদি থাকে আজ্ঞা করন। বিমলার কর্ণে অমতবৰ্ষণ হইল, শরীর ঈষৎ কম্পিত হইল, বিমলা মাখ অবনত করিয়া দাঁড়াইয়া রহিলেন । ミbf