পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

द्यद्वब्रामश्च *ब्रिट्टश्न 5 बत्रर्गबटअङा A combination and a form indeed Where every god did seem to set his seal To give the world assurance of a man. —Shakespeare. মঙ্গেরের প্রকাণ্ড দগের মধ্যে একটী প্রশস্ত গহে এক বীরপয়েষে উপবেশন করিয়া রহিয়াছেন। ইনি ক্ষত্রিয়কুলচড়ামণি রাজা টোডরমল্ল। তাঁহার নিকটে সে সময়ে অধিক লোক নাই, দুই চারি জন অতি বিশ্বাসী যোদ্ধা আসীন ছিলেন। অতি মদস্বেরে যুদ্ধের পরামশ হইতেছিল। এমন সময় একজন সৈনিক আসিয়া প্ৰণিপাত করিয়া বলিল,— মহারাজ ! একজন অশ্বারোহী আপনার সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছাক, অনুমতির জন্য দ্বারে দন্ডায়মান আছে। টোড় । তাঁহার বক্তব্য কি জিজ্ঞাসা কর। সৈন্য। জিজ্ঞাসা করিয়াছিলাম,—বলিলেন, মহারাজের সহিত দশন ভিন্ন বলিতে পারি না, বিশেষ প্রয়োজন আছে। টোড। হিন্দ কি মুসলমান ? সৈন্য। কায়স্থ জমীদারপত্র। টোড। বঙ্গদেশে অনেক পরাক্রান্ত কায়স্থ জমীদার আছেন; শুনিয়াছি তাঁহাদিগের আট লক্ষ সেনা আছে; সমাটের কায্যে তাঁহাদিগের সহায়তা আবশ্যক। আগন্তুককে আসিতে বল। সৈনিক পরিষে অশ্বারোহীকে আনিতে যাইল। এই অবসরে আমরা পাঠক মহাশয়কে রাজা টোডরমল্লের কিঞ্চিৎ পরিচয় দিব। ক্ষত্রিয়কুলাবতংস টোডরমল্ল অপেক্ষা সব্বগ বীরপরষ কখন ভারতবষে জন্মগ্রহণ করিয়াছেন কি না সন্দেহ । রত্নপ্রসবিনী ভার অনেক পণ্যোত্মা ধৰ্ম্মমপরায়ণ ব্যক্তি জন্মগ্রহণ করিয়াছেন। বীরপ্রস ক্ষত্রিয়কুলে অনেক বীর-প্রদষ অবতীর্ণ হইয়াছেন। প্রাচীন ভারতবষে অনেক তীক্ষাবৃদ্ধিসম্পন্ন রাজনীতিজ্ঞ জন্মগ্রহণ করিয়াছেন। কিন্তু রাজা টোডরমল্ল এই তিন গুণেই বিভূষিত ছিলেন। হিন্দধমে তাঁহার অচলা ভক্তি ছিল, ইতিহাসে তাহার অনেক উদাহরণ দেখিতে পাওয়া যায়। একদা দিল্লীশ্বর আকবরশাহের সহিত পঞ্জাব গমন করিবার সময় দ্রুত ভ্ৰমণবশতঃ তাঁহার দেবারাধনা কায্যে বিঘা হইয়াছিল। টোডরমল্ল প্রাতঃকালে দেবারাধনা না করিয়া কোন কমাই করিতেন না, জলগ্রহণও করিতেন না; সুতরাং দেবারাধনার ব্যাঘাত হওয়াতে তিনি অনাহারে রহিলেন। আকবরশাহ অনেক অনুরোধ করিয়াও তাঁহাকে কোন কাৰ্য্য করিতে লওয়াইতে পারিলেন না। আবলফাজেল প্রভৃতি আকবরের মসলমান অমাত্যগণ টোডরমল্লকে গোঁড়া হিন্দু বলিয়া সততই নিন্দাবাদ করিত, কিন্তু মহানুভব দিল্লীশ্বর স্বধৰ্ম্মানরাগী বীরকে সম্মান করিতেন। যখন টোডরমল্ল বদ্ধ হইলেন, যখন তাঁহার যশে ভারতবষ পরিপণ হইল, যখন তাঁহার পদ ও গৌরব পরাকাঠা প্রাপ্ত হইল, তিনি সেই সমানে জলাঞ্জলি দিয়া গঙ্গাতীরে মানবলীলা সম্বরণ করবেন, এই অভিলাষে দিল্লীশ্বরের অন্যমতানুসারে রাজকম পরিত্যাগ করিয়া হরিদ্বার গমন করেন। ক্রমান্বয়ে তিনবার বঙ্গদেশ জয় করিয়া রাজা টোডরমল্ল সাহস ও যুদ্ধ-কৌশলের যথেস্ট প্রমাণ দেন। প্রথমবার মনাইমখাঁর ও দ্বিতীয়বার . হোসেনকুলীখাঁর অধীনে আসিয়াছিলেন বটে, কিন্তু তাঁহারই সাহসে দুইবারই জয়লাভ হয়। তৃতীয়বার তিনি স্বয়ংই সেনাপতি হইয়া আসিয়াছিলেন। কেবল বঙ্গদেশে নহে, তিনি যেস্থানে যাইয়াছিলেন, সেই স্থানেই অপব্ব বীরত্ব প্রদর্শন করিয়াছিলেন। গুজরাট প্রদেশে বিদ্রোহীদিগের সহিত যে সকল যুদ্ধ হয়, তাহাতে টোডরমল্ল সিংহের মত বীরত্ব প্রকাশ করিয়াছিলেন। ধোলকার-যুদ্ধে সেনাপতি ভিজারখাঁ ○&