এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রসকেলী।

সেদিন শ্রমরে কাতর হোই।
গোপমানে সবু নিদ্রা যে যাই॥
গভীর রাত্রর ঘোর নিদ্রার।
অজ্ঞান হোইলা গোপর পুর॥
শ্রীকৃষ্ণ তঁহিরে মায়া ভিইলা।
গোপীমানে সবু চাঁহিণ থিলা॥
রান্ধাবাড়া সবু সারিণ গোপী।
শুইতে যিবাকু করে উপেক্ষি॥
শ্রীকৃষ্ণ কথাকু মনরে স্মরি।
বসি অছন্তি সবু গোপ নারী॥
কে বোলে শ্রীকৃষ্ণ সে টোকা কালে।
পড়িলে যাই সন্দীপ টোলে॥
তাঙ্কর পুয়কু উদ্ধার কলে।
শঙ্কাসুর তঁহু স্বর্গে বসিলে॥