পাতা:রসায়ন চিকিৎসা - ভুবনচন্দ্র বসাক.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রসায়ন চিকিৎসা aaraaaaa Cofio'r SB af EF3 Vsta Ve? . উত্তম তাম্রাকে আগুনে উত্তপ্ত করিয়া ও তিন বার জলে ও ৩ তিন বার কুলের কাথে ডুবাইবেন । পুনঃ উক্ত তাম্যার উপর নীচে পঞ্চ লবণ, [ সৈন্ধব, সমুদ্র, বিট, সৌৰচৰ্চল, উদ্ভিদ । ] দিয়া। পুট পাক করিলে ভস্ম হইবেক । উক্ত ভস্ম মধু পিপুলের সহিত খাইলে শ্বাস কাস দূর হয়। մ2jՓts j«38 তাম্রাপত্ৰ ক্ষুদ্র ২ করিয়া তিন দিন নেবুতে ভিজাইয়া চতুর্থাংশ পারদ ও নেবুর রস দিয়া মৰ্দন করিবে, নেবুর রসে গন্ধক ঘষিয়া তাত্রিমপত্র লেপ দিয়া ডেলা করিবে, পরে আমরুলের পাতা বাটিয়া উহাতে লেপিবে। পরে উহা মুসা। মধ্যে পূরিয়া ও লেপ দিয়া বালুক যন্ত্রে বা গজপুটে দুই তিন দিন পোড় দিয়া ওলের কাথে মর্দন করত পুনর্বার গোলক প্ৰস্তুত করিবে এবং তাহা ওলের মধ্যে পুরিয়া ও মাটীতে লেপিয়া শুষ্ক করণানন্তর গজপুটে পোড় দিলে। उtएक एटना श् । তাত্রের ক্ষুদ্র ২ পত্র, গন্ধক ও নেবুর রসে মাড়িয়া মুঠীর উপর নীচে গন্ধক দিয়া তাম পত্র রাখিয়া বস্ত্ৰন্থত্তিকার লেপ দিয়া গজপুটে তিন চার বার পোড় দিলে তামু ভস্ম হয়। তম্ভন্মের গুণ - সেবনে ? বমন, বিরোচন, দাহ ও ( so Y.