পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সৰ্গ । `ෆG AJAMMSMAAASAASAASAASAASAA AAAA AAAA AM AMSJJSJAAA AAAAA সে স্তরের শেষভাগে জীবিছে ধরায় জীব যত, কেহ বা গলিত, কেহ অৰ্দ্ধবিগলিত, কেহ চুর্ণ ধূলিরাশি যথা, কালের পদাঙ্ক-সম রয়েছে পড়িয়া । মৃত্যু তেজঃ অনুভব করিলা রাক্ষস সে ঘোর আঁধারদেশে। মহাক্ৰমরাজিপূর্ণ কোথাও নিবিড় বন রহিয়াছে পড়ি ; কোথাও বা তাপদগ্ধ অঙ্গারের স্তুপ স্তরে স্তরে। কোথা ভস্মীভূত তরু ; কোথা দাড়াইয় ফলপত্রযুত বৃক্ষ পুরাকালে যথা, দেহে বদ্ধ ক্ষুদ্র নীড়ে নানাবর্ণ বিহঙ্গম সদ্য মৃত যেন ; রতনখচিত যথা শৃঙ্গধরদেহ। কোথাও বা শ্বেত, রক্ত, নীল, পীত, স্তর প্রস্তরের। অন্যত্র ধরিত্রীগৰ্ত্তে খনি খনিজের ;—মরকত, হীরা, পদ্মরাগ, কলধোঁত, অধোঁত মলিন, মহাহর্ষে হেরিলা নয়নে রক্ষ স্বর্ণপুরবাসী। হেরিল কর্কুর-দূত পৰ্ব্বতপ্রমাণ করিযুথ কোথা, দন্তে দন্ত জুড়ি, পড়ি