এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পঞ্চম সর্গ SAMSSSMSSSMSSSMSSSAAAAAASAAAA বিশাল তোরণ এক, অগ্নিময় লোলজিহা সঙ্কোচি প্রসারি, ক্ষণে এক, ক্ষণে দ্বিধ খণ্ড হয়ে, প্রবেশের ভয়ঙ্কর পথ দেখাইছে। সুবিশাল পুরী এক পশ্চাতে তাহার, যোজন ব্যাপিয়া যেন লাগিল ভাতিতে, আভাময় । পরিখার রূপে, বেষ্টিয়াছে স্রোতস্বিনী প্রসারিয়া বাহু ; তরঙ্গতাড়নে নিত্য আন্দোলিত । ঘন কিন্তু স্বচ্ছ ধূমে আবৃত সে পুরী। সে পবিত্র নীরে, সিদ্ধ সাধুকুল, উচ্চে উচ্চারিয়া মন্ত্র সুললিত স্বরে, সন্ধাবন্দনার স্তুতি গাইছে বসিয়া । রক্ষচর সসন্ত্রমে দাড়াইল সেই দ্বারদেশে , শুনিতে লাগিল স্তব্ধ, বন্দনার সে মহাসঙ্গীত । ক্ষণপরে সিদ্ধ এক স্তব সাঙ্গ করি, উন্মীলি লোচন, দূরে হেরিলা দাড়ী’য়ে, ভিন্নরূপদেহধারী রক্ষ-অনুচরে সশস্ত্র । আসিয়া অগ্ৰে শাস্তমূৰ্ত্তি সাধু, শুধিলেন বিদেশীরে। প্রণমি রক্ষ যেন বা অজ্ঞাতে, সাধুর