এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>>b" রাঘব-বিজয় কাবা । কেহ । ফুটিয়া পড়িছে চক্ষু, গহবরের সম নাসাছিদ্র উঠিছে ফুলিয়া । কোন স্থানে ভীষণ সংগ্রামে, উন্মাদের সম আক্রমিছে পরস্পরে বিঘোর বিগ্রহে । শত্ৰু-মিত্র অভেদ সে রণে ; যে যাহারে পায় অগ্রে, প্রহারে সে অমনি তাহারে বজ্ৰমুষ্টি । যোধ যত এই ধরাধামে অজস্র লোহের স্রোতঃ প্রবাহিলা বৃথা, জীব হয়ে জীবদেহ কাটিল বিধিল, জ্ঞাতি, ভ্রাতা, বন্ধু, মিত্র, কিবা প্রতিবাসী, নিরস্ত্র, সশস্ত্র কিবা, দহিলা সকলে সদা বিগ্রহ-অনলে,—তা-সবার এই গতি ; রসাতলপুরে আসি, এই ভাবে কাটে কাল বিধির বিধানে । যে কলঙ্কছবি, রণব্যবসায়ি-আত্মা মসীময় করে, জীবনাস্তে না মুছে সে মসীচিহ্ন । দেহ সহ চিন্তবৃত্তি নাহি হয় গত,— অলজা নিয়ম । হেরি শিহরিলা মহী ; চিন্তিলা অন্তরে ভ্রান্ত নিশাচরস্থত— “বিখ্যাত সমরক্ষেত্রে লোহবিনিময়ে,